মিডল ইস্ট আই: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অবিলম্বে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়ে চিঠিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের ৯৪ জন ডেমোক্র্যাট সদস্য।

ইসরাইলী রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে সম্বোধন করে লেখা চিঠিতে ডেমোক্র্যাট সদস্যরা বলেন, যুক্তরাষ্ট্র-ইসরাইলের শক্তিশালী সম্পর্কের সমর্থক হিসেবে, আমরা গাজা উপত্যকায় সব মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়ার বর্তমান ইসরাইলী নীতির বিরোধিতা করছি। ’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ফিলিস্তিনী বেসামরিক নাগরিকদের ক্ষতির পাশাপাশি এটি কৌশলগতভাবে বিপরীতমুখী। এটি ইসরাইলের আন্তর্জাতিক অবস্থান এবং দীর্ঘমেয়াদি নিরাপত্তার জন্য ক্ষতিকর হবে।

২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনী প্রতিরোধ আন্দোলন হামাস। এদিন তারা ১২০০ মানুষকে হত্যা করে প্রায় ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। হামাসের হামলার প্রতিশোধে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরাইলী সেনাবাহিনী। এতে নিহত হয়েছেন ৫২ হাজারেরও বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন এক লাখ ১৮ হাজারেরও বেশি। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়।

তবে বিরতির দু’মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে দখলদার ইসরাইল। দ্বিতীয় দফার এ আগ্রাসনে প্রায় ২৫০০ ফিলিস্তিনিকে হত্যা করা হয়। এছাড়া আহত হয়েছেন পাঁচ হাজারেরও বেশি। গাজায় প্রথম ধাপের যুদ্ধবিরতি শেষ হওয়ার পরপরই গত ২ মার্চ থেকে ত্রাণ প্রবেশ বন্ধ করে দিয়েছে দখলদার বাহিনী। যার ফলে ক্ষুধা, পিপাসায় মানবেতর জীবনযাপন করছেন উপত্যকাটির বাসিন্দারা।