কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা: কলারোয়ায় এরফান নামক ২ বছরের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর দুপুরে কলারোয়ার কেঁড়াগাছি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে শিশু এরফান (২) খেলতে গিয়ে সবার চোখের আড়ালে বাড়ির পাশে ছোট্ট একটি ডোবার পানিতে পড়ে যায়। এসময় অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা শিশুটিকে ডোবা থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। সে কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মোঃ ইকরামুল খার ছেলে।