শাজাহানপুর (বগুড়া) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী শাজাহানপুরের খোট্রাপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় ইউনিয়ন দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমীর ও চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক সাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মজলিশে শূরা সদস্য ও উপজেলা ওলামা বিভাগের সভাপতি প্রভাষক মাওলানা কাওসার আলী।
তিনি বলেন, শহীদের রক্ত বৃথা যাবে না, ইসলাম প্রতিষ্ঠা হবেই। ষড়যন্ত্র হচ্ছে, সামনে আরো হবে তবে ধৈর্য ও সাহসের সাথে মোকাবেলা করতে হবে। প্রতিটি পাড়া-মহল্লায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে হবে।
পরে মোস্তাইল বাজারে গণসংযোগকালে সাধারণ মানুষের মাঝে জামায়াতের দাওয়াত পৌঁছে দেওয়া হয় এবং বগুড়া-৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থী জননেতা গোলাম রব্বানীর পক্ষে লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড সভাপতি আব্দুর রহিম, ৫ নং ওয়ার্ড সভাপতি রুহুল আমীন রুবেল, যুব বিভাগের দায়িত্বশীল আবু সাইদ, ব্যবসায়ী হেলাল উদ্দিনসহ নেতাকর্মীরা।