মুন্সীগঞ্জ সংবাদদাতা: মুন্সীগঞ্জ সদর উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের মিনা বাজার এলাকায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর উপজেলার সভাপতি ডা: মো: মনির হোসেনের সভাপতিত্বে এই সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ সদর উপজেলার আমীর মো: নুরুল আমিন সিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশের শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা কমিটির সদস্য মো: আব্দুল আলিম, মুন্সীগজ সদর উপজেলা কর্মপরিষদ সদস্য মো মমিন বিশ্বাস, ফেডারেশন আধারা ইউনিয়ন সভাপতি মো আব্দুস সালাম, প্রবাসী মো: আব্দুস সমাদ প্রমুখ। উপজেলা আমীর তার বক্তব্যে বলেন রাসুল (স:) এর জীবনের মধ্য রয়েছে মানবজাতির উত্তম অনুসরণীয় আদর্শ যারা রাসুল সাঃ এর আদর্শ অনুসরণ করবে এই মুক্তি পাবে। যদি মানুষদেরকে সত্যিকারে মুক্তি দিতে চাই তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম এর অনুসরণ করতে হবে।