বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা: সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় মহোৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটির সাথে চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি বাঁশখালী থানা পুলিশ মিলনায়তন হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।

থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদারের সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার মোঃ আরিফ হোসেনের সঞ্চলনায় সভায় বাঁশখালী উপজেলার ৮৮টি দূর্গ পূজা মন্ডপ থেকে আগত পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মালম্বীদের বিভিন্ন শ্রেণীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন রামদাশ মুন্সিরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর তপন কুমার বাকচী, বাঁশখালী থানার অফিসার ও ফোর্স, বাঁশখালী পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক জন্টু কুমার দাশ, সদস্য সচিব প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, প্রকৌশলী রনি সরকার এবং বাঁশখালী পূজা উদযাপন পরিষদের একাংশের আহবায়ক সন্ধ্যা রাণী দাশসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবন্দ। মতবিনিময় সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজা ম-প এলাকায় নিরাপত্তা নিশ্চিতকল্পে সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক টিম গঠন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণ ও পর্যাপ্ত আলোর ব্যবস্থাসহ সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।