নেত্রকোনা সংবাদদাতা : শারদীয় দুর্গাপূজা ২০২৫ এর প্রস্তুতিমূলক সভা ১৬ই সেপ্টেম্বর মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোনার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনার জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
সভায় দুর্গাপূজাকে সফল, নিরাপদ ও সর্বোপরি উৎসব মুখরভাবে আয়োজনে করণীয় সম্পর্কে বিভিন্ন পূজা উদযাপন কমিটি, রাজনৈতিক দল এবং গুরুত্বপূর্ণ বিভাগসমূহ (বিদ্যুৎ, সড়ক, ফায়ার সার্ভিস, স্বাস্থ্যসেবা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ইত্যাদি), আইন শৃঙ্খলা রক্ষায় উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ, আনসার, বিজিবিসহ অন্যান্য অংশীদারদের সাথে আলোচনা করা হয় এবং নির্দেশনা প্রদান করা হয়।
আলোচনায় একটি সুষ্ঠু সুন্দর উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিতকল্পে সিসি ক্যামেরা স্থাপন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, নিয়মত টহল, মাদকের ব্যবহার রোধ, অগ্নিকা- প্রতিরোধ, নারী ও শিশুদের নিরাপত্তা বিধান, গুজব ও প্রতারণামূলক সংবাদ প্রতিহত করার উপর গুরুত্ব আরোপ করা হয়। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার এর সঞ্চালনায় বিজিবির ৩১ জিবির অধিনায়ক লে: কর্নেল কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা কোন উপস্থিত ছিলেন।