আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে ৩১ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। সম্প্রতি উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমরা এলাকার টানেল সার্ভিস এরিয়ায় এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, আনোয়ারা আর্মি ক্যাম্প (৩৮ এডি রেজিমেন্ট) এর পেট্রোল টিম, ওয়ারেন্ট অফিসার গানার আল আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে ১৪ জন প্রাপ্তবয়স্কসহ ৩১ জন রোহিঙ্গাকে আটক করে। আটক রোহিঙ্গাদের কর্ণফুলী টানেল রক্ষণাবেক্ষণ ইউনিটের নৌবাহিনী ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে। নৌবাহিনী ঊর্ধ্বতন সদর দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে।
মধ্যপ্রাচ্য
আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে ৩১ রোহিঙ্গা আটক
চট্টগ্রামের আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে ৩১ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।