কাজিপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা: এবছর সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় রোপা আমন ধানের টার্গেট ধরা হয়েছে ১০ হাজার ৯০০ হেক্টর জমি। এর মধ্যে উফশি জাতের ৮৮০০ হেক্টর জমি, হাইব্রিড জাতের ৬০০ হেক্টর জমি ও দেশি জাতের ১৫০০ হেক্টর জমি ধরা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ও পোকার আক্রমণ না থাকলে ফলন ভালো হবে বলে কৃষকরা মনে করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শরিফুল জানান, ভালো ফসল উৎপাদনের জন্য আমরা বিনামূল্যে কৃষি প্রণোদনা দিয়েছি এবং আমি ও আমার উপসহকারী কৃষি কর্মকর্তাগণ ও কৃষকরা যাতে অধিক ফসল ফলাতে পারে সেজন্য কৃষকদের নানা পরামর্শ দিয়ে আসছি। কৃষকরা জানান এবছর রোপা আমন ধানের আগাছা কম বলে কৃষকদের আবাদের খরচ একটু কম হচ্ছে। চরের বিভিন্ন এলাকায় গাইনজা ধান এখন লাগান চলমান রয়েছে বলে জানা গেছে।
মধ্যপ্রাচ্য
এবছর রোপা আমন ধানের টার্গেট ধরা হয়েছে ১০ হাজার ৯শ’ হেক্টর জমি
এবছর সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় রোপা আমন ধানের টার্গেট ধরা হয়েছে ১০ হাজার ৯০০ হেক্টর জমি।