নতুন আবহাওয়া স্যাটেলাইট উৎক্ষেপণ চীনের
নতুন একটি ফেংইয়ুন সিরিজের আবহাওয়া উপগ্রহ সফলভাবে মহাকাশে পাঠিয়েছে চীন।শনিবার ভোরে এই উপগ্রহটি দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। ফেংইয়ুন-৩০৮ উপগ্রহটি লং মার্চ-৪সি রকেটের মাধ্যমে এদিন ভোর ৩টা ২৮ মিনিটে কক্ষপথের উৎক্ষেপণ করা হয়।এটি মূলত আবহাওয়া পূর্বাভাস, বায়ুম-লীয় রাসায়নিক বিশ্লেষণ এবং জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণে ব্যবহৃত হবে। এটি সূর্য-সমলয় কক্ষপথে ঘুরবে, যা বৈশ্বিক পর্যবেক্ষণ কার্যক্রমে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফেংইয়ুন-৩ ০৮ উপগ্রহটিতে মোট নয়টি রিমোট সেন্সিং যন্ত্র সংযোজিত হয়েছে। এর মধ্যে রয়েছে মাঝারি রেজোল্যুশনের স্পেকট্রাল ইমেজার, ইনফ্রারেড হাইপারস্পেকট্রাল বায়ুম-লীয় ডিটেক্টর এবং মাইক্রোওয়েভ ইমেজার। এই প্রযুক্তিগুলোর সমন্বয়ে উপগ্রহটি ১০০ কিলোমিটার (৬২ মাইল) প্রশস্ত এলাকায় গ্রিনহাউস গ্যাসসহ বিভিন্ন বৈশ্বিক উপাদান সুনির্দিষ্টভাবে পর্যবেক্ষণ করতে পারবে। উপগ্রহটি আরও দু’টি ফেংইউন সিরিজের উপগ্রহের সঙ্গে যুক্ত হয়ে একটি বৈশ্বিক পর্যবেক্ষণ নেটওয়ার্ক গঠন করবে। এই নেটওয়ার্কের মাধ্যমে আবহাওয়া পূর্বাভাসের জন্য ডেটা আপডেটের সময়ান্তর ৬ ঘণ্টা থেকে কমে ৪ ঘণ্টা হবে। পূর্বাভাসের সময়সীমা বাড়ানো যাবে প্রায় ২৪ ঘণ্টা পর্যন্ত এবং দুর্যোগ পর্যবেক্ষ করেণ দক্ষতা প্রায় দ্বিগুণ বৃদ্ধি পাবে। এই উৎক্ষেপণটি চীনের লং মার্চ ক্যারিয়ার রকেট সিরিজের ৫৯৬তম সফল ফ্লাইট মিশন। আবহাওয়া ও দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে এই উপগ্রহ চীনের সক্ষমতাকে আরও এক ধাপ এগিয়ে নেবে বলে মনে করা হচ্ছে। আনাদোলু এজেন্সি
গিনির প্রেসিডেন্ট নির্বাচন ২৮ ডিসেম্বর
গিনির প্রেসিডেন্ট নির্বাচন ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে পঠিত এক ডিক্রিতে জান্তা শাসিত দেশটির প্রেসিডেন্ট ও সামরিক কর্মকর্তা জেনারেল মামাদি দৌম্বুয়া এ ঘোষণা দেন। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সুপ্রিম কোর্ট নতুন সংবিধান অনুমোদনের জন্য গণভোটের ফলাফল নিশ্চিত করার একদিন পর, এই ঘোষণা দেওয়া হয়। এটি নির্বাচনের পথকে প্রশস্ত করেছে। জেনারেল মামাদি দৌম্বুয়া গণভোটকে ক্ষমতায় থাকার প্রচেষ্টায় ব্যবহার করছে বলে অভিযোগ এনে বিরোধী দলগুলো ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত গণভোটকে বয়কট করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট গত শুক্রবার ফলাফল বাতিলের জন্য তাদের করা একটি আবেদনকে প্রত্যাখ্যান করেছে। লক্ষণগুলো ইঙ্গিত দেয় যে, দৌম্বুয়া প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যদিও এর আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তিনি প্রেসিডেন্ট পদে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না। পশ্চিম আফ্রিকার দরিদ্র দেশ গিনি দীর্ঘদিন ধরে স্বৈরাচারী শাসন, অভ্যুত্থান ও সহিংসতায় জর্জরিত। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক গত বৃহস্পতিবার বিরোধী দল ও সংবাদমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সামরিক শাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। ব্যারন’স, এএফপি
বর্ণবাদের প্রতিবাদে হাঁটু গেড়ে বসা এফবিআই এজেন্টদের বরখাস্ত
বর্ণবাদবিরোধী আন্দোলনের সময় হাঁটু গেড়ে বসায় অন্তত ২০ জন এজেন্টকে বরখাস্ত করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, ২০২০ সালে ওয়াশিংটন ডিসিতে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের সময় বিক্ষোভকারীদের সামনে হাঁটু গেড়ে বসেছিলেন ওই এজেন্টরা। দীর্ঘ বিতর্কের পর তাঁদের চাকরিচ্যুত করা হলো। সম্প্রতি এফবিআই মহাপরিচালক কাশ প্যাটেল সংস্থাটিকে পুনর্গঠনের অংশ হিসেবে এজেন্টদের চাকরিচ্যুত করেছেন। এদের মধ্যে অনেকে এর আগে পদাবনতি বা প্রশাসনিক ছুটিতে ছিলেন। বরখাস্তের নোটিশে তাঁদের কর্মকা-কে ‘বিচক্ষণতার অভাব’ বলে উল্লেখ করা হয়। ২০২০ সালের মে মাসে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার পর যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়ে আন্দোলন। সে সময় রাজধানীতে দায়িত্বরত কয়েকজন এজেন্ট বিক্ষোভকারীদের সামনে হাঁটু গেড়ে বসেন। অনেকের মতে এটি পরিস্থিতি শান্ত করার কৌশল হলেও সংস্থার ভেতরে-বাইরে এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়। উল্লেখ্য, ২০২০ সালের ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে নকল নোট ব্যবহারের অভিযোগে আটক হন জর্জ ফ্লয়েড। গ্রেপ্তারের সময় শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক শভিন প্রায় সাড়ে ৯ মিনিট তাঁর গলায় হাঁটু গেড়ে বসে থাকেন। শ্বাস নিতে না পারার কথা বারবার বললেও তাতে কর্ণপাত করা হয়নি। হাসপাতালে নেওয়ার পর ফ্লয়েডকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনাই বিশ্বজুড়ে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনকে নতুন করে জোরালো করে তোলে। সিএনএন