রয়টার্স : ইরানের সঙ্গে পরমাণু চুক্তি করার খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র পৌঁছে গেছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার ওই বক্তব্যে তিনি আরও বলেন, ওয়াশিংটনের শর্তে তেহরান অনেকটাই রাজি। মধ্যপ্রাচ্য সফরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, দীর্ঘস্থায়ী শান্তির জন্য আমরা ইরানের সঙ্গে খুবই গুরুত্বের সহিত আলোচনা করছি। ট্রাম্প বলেন, ইরানের পরমাণু কর্মসূচি থামানোর দুটি ভিন্ন পদক্ষেপ রয়েছে। এরমধ্যে একটি বেশ বেশ বেশ ভালো। আর অন্যটি অনেকটাই সহিংস। আমি দ্বিতীয় পদক্ষেপ এড়াতে চাই। আলোচনা যেভাবে অগ্রসর হচ্ছে, দ্বিতীয় রাস্তায় যাওয়া ছাড়াই কাজ হবে বলে আমি আশাবাদী। আলোচনা নিয়ে অবগত এক ইরানি কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন প্রশাসনের সঙ্গে এখনও কিছু ক্ষেত্রে মতপার্থক্য রয়েছে।
এশিয়া
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র
ইরানের সঙ্গে পরমাণু চুক্তি করার খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র পৌঁছে গেছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার ওই বক্তব্যে তিনি আরও বলেন, ওয়াশিংটনের শর্তে তেহরান অনেকটাই রাজি।