এশিয়া
সিরিয়ায় আসাদের জন্মস্থানে ইসরাইলের বিমান হামলা
সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দর নগরী তারতুসের কাছে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। গত সোমবার সিরিয়ার রাষ্ট্রীয় সংবামাধ্যম এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে ইসরাইলী সেনাবাহিনী জানিয়েছে,
Printed Edition
৪ মার্চ, এএ, আল জাজিরা : সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দর নগরী তারতুসের কাছে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। গত সোমবার সিরিয়ার রাষ্ট্রীয় সংবামাধ্যম এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে ইসরাইলী সেনাবাহিনী জানিয়েছে, তারা একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। ওইখানে পূর্ববর্তী সিরিয়ান সরকারের অস্ত্র মজুত ছিল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। ক্বারদাহ অঞ্চলে অবস্থিত ওই স্থাপনা সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের জন্মস্থান, যা তারতুস বন্দরের প্রায় ৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা-সানা জানিয়েছে,তারতুস শহরের আশেপাশে ইসরাইলী দখলদার বাহিনীর বিমান হামলা হয়েছে, তবে এখন পর্যন্ত কোনও প্রাণহানির তথ্য পাওয়া যায়নি। সানা আরও জানিয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা এবং বিশেষজ্ঞ দলগুলো টার্গেট নির্ধারণের কাজ করছে। গত ডিসেম্বরে বিরোধী দলগুলোর অভিযানে দীর্ঘদিনের নেতা বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই সিরিয়ার সামরিক স্থাপনাগুলোর ওপর শত শত বিমান হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইলের দাবি, এই হামলাগুলোর উদ্দেশ্য হলো এসব অস্ত্রশস্ত্র যেন শত্রুপক্ষের হাতে না পড়ে।