নির্বাচন করবেন না টানা সাতবারের প্রেসিডেন্ট
নির্বাচনে আর না লড়ার ঘোষণা দিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। শুক্রবার টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন। ১৯৯৪ সাল থেকে এক টানা সাতবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন তিনি। সাক্ষাতকারে লুকাশেঙ্কো দাবি করেন, ২০২০ সালের নির্বাচনের সময়ও তিনি পদত্যাগের জন্য প্রস্তুত ছিলেন। তবে জনগণ তাকে থামিয়ে দেয়। লুকাশেঙ্কো বলেন, ‘সত্যি বলতে, জীবনে দ্বিতীয়বারের মতো আমি সেবার (২০২০ সালে) পদত্যাগের জন্য প্রস্তুত ছিলাম, এটা বুঝে যে মানুষ আমাকে পদত্যাগে সমর্থন করবে। কিন্তু তখন তারা বললনা, আমরা প্রস্তুত নই। ব্যাপারটিকে এমনভাবে উপস্থাপন করা হলো যেন আমি একজন বিশ্বাসঘাতক, পালাতে চাইছি। তাই থাকতে হলো। ’লুকাশেঙ্কো জোর দিয়ে জানান, তার নিজের ছেলে নিকোলাইকে উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠা করার কোনও পরিকল্পনা তার নেই। টাইম ম্যাগাজিন
দিল্লিতে মন্দিরের দেয়াল ধসে নিহত ৮
ভারী বৃষ্টির জেরে দিল্লিতে মন্দিরের দেওয়াল ভেঙে আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। শুক্রবার রাত থেকে দিল্লিতে ভারী বৃষ্টি হচ্ছে। শনিবার সকালেও বৃষ্টি হয়েছে। এরই মধ্যে দক্ষিণ-পূর্ব দিল্লিতে একটি মন্দিরের দেয়াল ধসে যায়।দিল্লি পুলিশ জানায়, ওই এলাকায় একটি পুরনো মন্দির ছিল। তার পাশেই একটি ঝুপড়িতে কিছু সংখ্যক মানুষ থাকতেন। তারা মূলত পুরনো জিনিসপত্র বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। শনিবার সকালে বৃষ্টির সময়ে ওই মন্দিরের একটি দেওয়াল ভেঙে ছাউনির উপর পড়ে। এতে আটজনের প্রাণহানি হয়।শুক্রবার রাত থেকে ভারী বৃষ্টির জেরে রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আনন্দবাজার পত্রিকা।
বেশি বাঘের বিচরণ ভারতে
বিশ্বের যেকোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি বাঘ আছে ভারতে। দেশটিতে বর্তমানে অন্তত ৩ হাজার ১৬৭টি বাঘ রয়েছে, যা বিশ্বের মোট বন্য বাঘের প্রায় ৫৭ শতাংশ। এসব বাঘ দেশটির ২০টি রাজ্যের ৫৮টি সংরক্ষিত অভয়ারণ্যে বিচরণ করে। ১৯৭৩ সালে চালু করা জাতীয় কর্মসূচি ‘প্রজেক্ট টাইগার’-এর কারণে দেশটিতে বাঘ বেড়েছে।ভারতের রাজ্যগুলোর মধ্যে উত্তরাখন্ডের করবেট টাইগার রিজার্ভে এককভাবে সর্বোচ্চ ২৬০টি বাঘ রয়েছে। পাশেই রাজাজি টাইগার রিজার্ভেও বাঘের দেখা মেলে।রয়টার্স
বিশ্ববিদ্যালয়কে ১০০ কোটি ডলার জরিমানা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে ১০০ কোটি ডলারের জরিমানা দাবি করেছেন। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ২০২৪ সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের লস অ্যাঞ্জেলেস ক্যাম্পাসে ফিলিস্তিনের পক্ষে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় ইহুদিবিদ্বেষী আক্রমণের ঘটনা ঘটেছে। আর এর জন্যই এমন জরিমানা দাবি করা হয়েছে। সম্প্রতি একই ধরনের অভিযোগে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতা করতে হয়েছে। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় যে পরিমাণ জরিমানা দিতে রাজি হয়েছে, তার পাঁচ গুণ বেশি জরিমানা করা হয়েছে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়কে। বিশ্ববিদ্যালয়টির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এই পরিমাণ অর্থদণ্ড দিতে হলে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ব্যবস্থায় ‘একেবারে ধস’ নেমে আসবে।যুক্তরাষ্ট্রের সেরা সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় নিয়মিত শীর্ষ স্থানে থাকা ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যেই ট্রাম্প প্রশাসনের টানাপোড়েন চলছে। রয়টার্স
সুইস স্বর্ণ পরিশোধন খাতের উপর আঘাত
মার্কিন যুক্তরাষ্ট্রে সুইস আমদানির উপর ৩৯ শতাংশের বিশাল শুল্ক আরোপের প্রথম ক্ষতি হতে পারে স্বর্ণ পরিশোধন খাত। কারণ, এটি প্রকাশ পেয়েছে যে কিছু স্বর্ণের বার শুল্কের সম্মুখীন হবে।মার্কিন কাস্টমস কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে যে এক কিলোগ্রাম বা ১০০ আউন্স (২.৮ কিলোগ্রাম) ওজনের স্বর্ণের বার তথাকথিত পারস্পরিক শুল্কের আওতায় রয়েছে। তার পরেও মার্কিন ফিউচার বাজারে স্বর্ণের দাম রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে। বিশ্বের সবচেয়ে বড় ফিউচার্স বাজার কমেক্সে এক কিলোগ্রাম ওজনের স্বর্ণবারের সবচেয়ে বেশি লেনদেন হওয়া বুলিয়নের প্রধান সরবরাহকারী দেশ হলো সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড ব্যাপকভাবে প্রত্যাশা করছিলো যে এ ধরনের স্বর্ণের বারগুলোকে একটি ভিন্ন শুল্ক কোডের অধীনে শ্রেণীবদ্ধ করা হবে। যা বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক ‘পারস্পরিক’ শুল্ক থেকে বাদ দেয়।ইউরোপীয় ইউনিয়নের মতো একটি চুক্তিতে পৌঁছানোর জন্য সুইস কর্মকর্তারা গত সপ্তাহে ওয়াশিংটনে গিয়েছিলেন। কিন্তু তারা খালি হাতে ফিরে এসেছেন। তাদের রপ্তানি পণ্যের উপরও এখন ১৫ শতাংশ হারে শুল্ক আরোপ করা হচ্ছে।কারণ বেলজিয়াম শহর অ্যান্টওয়ার্পে উৎপাদিত স্বর্ণের বারগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করার সময় ইউরোপীয় ইউনিয়নের জন্য প্রযোজ্য ১৫ শতাংশ শুল্কারোপ করা হবে। এএফপি।