২৫ মার্চ, আনাদোলু : তুরস্ক ছাড়া ইউরোপীয় নিরাপত্তা ‘অসম্ভব’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান। একইসঙ্গে ইউরোপীয় দেশগুলোর সাথে তুরস্কের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথাও বলেছেন তিনি। গত সোমবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা। ইউরোপীয় দেশগুলোর সাথে আঙ্কারার সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রস্তুতির কথা প্রকাশ করে তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ান সোমবার বলেছেন, তুরস্ককে ছাড়া ইউরোপ তার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এরদোয়ান বলেন, “গত কয়েক সপ্তাহ ধরে উত্তপ্ত বিতর্ক দেখিয়ে দিয়েছে যেÍ তুরস্ককে ছাড়া ইউরোপীয় নিরাপত্তা সম্ভব হবে না।” তিনি আরও বলেন, “আমাদের দেশের প্রতি ইউরোপের চাহিদা প্রকাশ্যে স্বীকার করা শুরু হয়েছে, কেবল নিরাপত্তার দিক থেকে নয়, অর্থনীতি থেকে কূটনীতি এবং বাণিজ্য থেকে সামাজিক জীবন পর্যন্ত অনেক ক্ষেত্রেই। আমাদের ইউরোপীয় বন্ধুরা যখন যুক্তিসঙ্গত ভিত্তিতে তাদের নীতিমালা গঠন করে, তখন তারা তুরস্কের সাথে সম্পর্কের গুরুত্বও বোঝে। আমরা এগুলোকে তুর্কি-ইইউ সম্পর্কের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক পদক্ষেপ হিসেবে দেখি।”