বাল্টিমোরে সেনা মোতায়েনের হুমকি

এবার যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে সেনা মোতায়েনের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শহরটির ‘অপরাধ দমনে’ এ পদক্ষেপ নিতে যাচ্ছেন ট্রাম্প।এ ঘটনার মধ্য দিয়ে মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুরের সঙ্গে তার দ্বন্দ্ব আরও তীব্র আকার ধারণ করতে যাচ্ছে।কয়েক দিন আগে ট্রাম্পকে বাল্টিমোরে ‘সেফটি ওয়াক’ বা নিরাপত্তা পদযাত্রায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন মেরিল্যান্ডের ডেমোক্র্যাট গভর্নর মুর। সামাজিক মাধ্যমে ট্রাম্প লেখেন, যদি ওয়েস মুরের সাহায্যের প্রয়োজন হয়, যেমনটা লস অ্যাঞ্জেলেসের গ্যাভিন নিউসমের প্রয়োজন হয়েছিল, সেক্ষেত্রে আমি সেনা পাঠাব, যেভাবে ওয়াশিংটন ডিসিতে পাঠানো হয়েছে এবং দ্রুতই অপরাধ দমন করব।মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য ঘিরে দেশটিতে বেশ আলোচনা-সমালোচনা হতে দেখা যাচ্ছে।রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্প্রতি তার বিরোধীপক্ষ ডেমোক্র্যাটিক পার্টির নিয়ন্ত্রণে থাকা শহরগুলোতে ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েন করতে দেখা যাচ্ছে।দেশের ভেতরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজে সামরিক বাহিনীর সদস্যদের এমন ব্যবহার নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন ডেমোক্র্যাট নেতারা। একজন গভর্নর এটিকে ক্ষমতার অপব্যবহার বলেও বর্ণনা করেছেন।যদিও ট্রাম্প বলছেন যে, শহরগুলোতে অপরাধ দমনের অংশ হিসেবেই সেনা মোতায়েন করা হচ্ছে।আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের ১৯টি অঙ্গরাজ্যে ন্যাশনাল গার্ডের প্রায় এক হাজার ৭০০ সদস্যকে মোতায়েন করা হতে পারে বলে মার্কিন গণমাধ্যমের খবর থেকে জানা যাচ্ছে। সূত্র: এনবিসি নিউজ, সিবিএস নিউজ, বিবিসি, এপি

নায়ক থেকে নেতা

ভারতের রাজনৈতিক অঙ্গনে তারকাদের আগমন নতুন কোনো ঘটনা নয়। বিশেষ করে তামিলনাড়ুর মতো রাজ্যে, যেখানে অভিনেতা রাজনীতিবিদদের দীর্ঘ এবং সফল ইতিহাস রয়েছে। বিজয়ের জনপ্রিয়তা মূলত তার সিনেমাকে ঘিরে গড়ে উঠলেও বহুদিন ধরেই রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিতও দিচ্ছিলেন তিনি। জোসেফ বিজয় চন্দ্রশেখর। যার জনপ্রিয় নাম থালাপতি বিজয়। ১৯৭৪ সালের ২২ জুন চেন্নাইতে জন্মগ্রহণ করেন তিনি। বাবা এস এ চন্দ্রশেখর বিখ্যাত চলচ্চিত্র পরিচালক এবং মা শোবা চন্দ্রশেখর একজন কণ্ঠশিল্পী। ছোটবেলায় বোন বিদ্যা মারা যান। যা বিজয়ের জীবনে গভীর ছাপ ফেলে। বালালোক মেট্রিকুলেশন স্কুলে পড়াশোনা করেছেন বিজয়। এরপর লয়োলা কলেজে ভিজ্যুয়াল কমিউনিকেশনসে ভর্তি হয়েছিলেন। তবে পড়াশোনা শেষ না করেই অভিনয়ে মনোনিবেশ করেন। শৈশব থেকেই বিনোদন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহী ছিলেন তিনি। বিজয়ের চলচ্চিত্র যাত্রা শুরু হয় শিশুশিল্পী হিসাবে। শিশুশিল্পী হিসাবে ১৯৮৪ সালে ‘ভেট্রি’ ছবিতে প্রথম অভিনয় করেন। এরপর কয়েকটি সিনেমায় ছোট চরিত্রে অভিনয় করলেও ১৯৯২ সালে ‘নালাইয়া থিরপু’তে নায়ক হিসাবে আত্মপ্রকাশ করেন বিজয়। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নিজের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজাগম’ (টিভিকে)-এর নাম ঘোষণা করেন বিজয়। সে সময়ই জানিয়েছেন, বাকি দুটি ছবি শেষ করেই পুরোপুরি রাজনীতিতে মন দেবেন। সেই তালিকায় প্রথম ছিল ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’, আর দ্বিতীয় ও শেষ ছবি ‘জানানায়াগন’। শেষ ছবিটি নির্বাচনের আগেই ২০২৬ সালের ৯ জানুয়ারিতে মুক্তি পাবে। : চলচ্চিত্রের জনপ্রিয়তা থেকে রাজনৈতিক প্রভাবের পথ শুরু হয় সরাসরি জনতার সঙ্গে সংযোগ স্থাপন করে। রাজনৈতিক যাত্রার মূল ভিত্তি হলো তার বিশাল ফ্যান ক্লাব। যা বছরের পর বছর ধরে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামোতে পরিণত হয়েছে। ২০০০-এর দশকের শুরু থেকেই এই ফ্যান ক্লাবগুলো সংগঠিত হতে শুরু করে। ২০০৯ সালের ২৬ জুলাই এই উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ‘বিজয় মাক্কাল ইয়াক্কাম’ (বিএমআই) নামে একটি জনকল্যাণমূলক সংস্থা হিসাবে আত্মপ্রকাশ করে। এই সংস্থার মাধ্যমে তিনি দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিতেন। তার রাজনৈতিক সম্ভাব্যতা যাচাইয়ের প্রথম বড় পরীক্ষা ছিল ২০২১ সালের গ্রামীণ স্থানীয় নির্বাচন। এই নির্বাচনে বিএমআই-এর সদস্যরা স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে ১৬৯টি আসনের মধ্যে ১২৯টিতে জয়লাভ করে, যা এক অপ্রত্যাশিত সাফল্য ছিল। ইন্টারনেট।

ধর্মীয় মেলায় অংশ নিতে গিয়ে প্রাণ হারাল ৮ জন

ভারতের উত্তরপ্রদেশে ধর্মীয় মেলায় অংশ নিতে যাওয়া ভক্তদের বহনকারী ট্রাক্টরের সঙ্গে দ্রুতগামী একটি কন্টেনার ট্রাকের সংঘর্ষে প্রাণহানি ঘটেছে ৮ জনের। গুরুতর আহত হয়েছেন অনেকে।দুর্ঘটনাটি ঘটেছে সোমবার ভোররাতে দেশটির উত্তরপ্রদেশের বুলন্দশহরের ঘাটাল গ্রাম সংলগ্ন এলাকায়। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। বাকি সবার অবস্থা স্থিতিশীল। এ ঘটনায় চালককে আটক করা হয়েছে।পুলিশ জানিয়েছে, ওই সময় একটি ট্রাক্টরে প্রায় ৬০ থেকে ৬১ জন ভক্ত ছিলেন। তারা কাসগঞ্জ থেকে রাজস্থানের গোগামেড়ি মেলায় যাচ্ছিলেন। হঠাৎ পেছন দিক থেকে দ্রুতগামী একটি কন্টেনার ট্রাক ট্রাক্টরটিকে ধাক্কা দিলে এটি উল্টে যায়।এসময় ঘটনাস্থলেই প্রাণ হারান আটজন, যাদের মধ্যে একজন শিশু ও দুই নারী রয়েছেন। আহতদের মধ্যে অন্তত ৪৫ জনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। বাকি আহতরা বর্তমানে স্থিতিশীল আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। বুলন্দশহরের এসএসপি দীনেশ কুমার সিং বলেন, ‘আলিগড় সীমান্তে মর্মান্তিক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে ৩ জন ছাড়া বাকি সবার অবস্থা স্থিতিশীল। কনটেইনার চালককে আটক করা হয়েছে।’ ইন্টারনেট।