খালিজ টাইমস, এএফপি: ইরাকের পূর্বাঞ্চলীয় কুত শহরের একটি শপিং মলে অগ্নিকাণ্ডে অন্তত ৬১ জনের প্রাণহানি ঘটেছে। গতকাল বৃহস্পতিবার ইরাকের সরকারি সংবাদমাধ্যমে এ তথ্য জানান ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল মিয়াহি। তিনি বলেন, একটি বড় শপিং সেন্টারে মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ৬১ জনকে শনাক্ত করা হয়েছে। গত বুধবার গভীর রাতে কুত শহরের হাইপার মল–এ আগুন লাগে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয় বলে জানান গভর্নর মিয়াহি। স্থানীয় সময় রাত ৪টা পর্যন্ত অ্যাম্বুলেন্স দুর্ঘটনাস্থল থেকে হতাহতদের হাসপাতালে নিয়ে যায়। রাজধানী বাগদাদ থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত কুত শহরের একটি হাসপাতালে আহতদের ভর্তির পর চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। প্রতিবেদকের বরাতে বলা হয়েছে, শপিং মলটি মাত্র পাঁচ দিন আগে উদ্বোধন করা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনের সূত্রপাত হয়েছিল ভবনের প্রথম তলায়। হাসপাতালে কয়েকটি পোড়া লাশ দেখা গেছে বলেও জানান ওই প্রতিবেদক। ওয়াসিত প্রদেশে তিন দিনের শোক ঘোষণা করেছেন গভর্নর মিয়াহি। একই সঙ্গে শপিং মলের মালিক ও ভবনের নির্মাতার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। ইরাকে ভবন নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতির কারণে এর আগেও একাধিক প্রাণঘাতী অগ্নিকাণ্ড ঘটেছে বলে আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্ক করে এসেছে।