বৈশ্বিক অনিশ্চয়তায় সুদের হার অপরিবর্তিত ব্রাজিলের
মার্কিন অর্থনৈতিক নীতি নিয়ে বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে থাকায় ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংক তার বেঞ্চমার্ক (নীতিনির্ধারণী) সুদের হার ১৫ শতাংশে স্থির রাখার সিদ্ধান্ত নিয়েছে। সাও পাওলো থেকে ফরাসি বার্তা সংস্থা জানিয়েছে, জুলাই থেকে টানা সাতবার মূল্যস্ফীতি বৃদ্ধির ধারাবাহিকতা শেষ করে ব্যাংকটি সুদের হার ১৫ শতাংশে রেখেছে। যা বিশ্বের সর্বোচ্চ স্তরগুলোর মধ্যে একটি।ব্যাংকের মুদ্রানীতি কমিটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক নীতি ও অর্থনৈতিক পূর্বাভাস’ অনিশ্চিত থাকায় উদীয়মান অর্থনীতির দেশগুলোর জন্য সতর্কতা প্রয়োজন। তারা বলেছে, এই সিদ্ধান্ত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে লক্ষ্যমাত্রায় ফিরিয়ে আনার কৌশলের অংশ।২০২৫ সালে ব্রাজিলে মুদ্রাস্ফীতি ৪.৮ শতাংশ এবং ২০২৬ সালে ৪.৩ শতাংশ হবে বলে অনুমান করা হচ্ছে, যা কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত ৩ শতাংশ লক্ষ্যমাত্রার সীমা অতিক্রম করছে।মুদ্রা কমিটি বলেছে যে তারা ‘ব্রাজিলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক ঘোষণার ওপর নজর রাখছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আগস্ট মাসে কার্যকর হওয়া ব্রাজিলের আমদানিতে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে।এই পদক্ষেপগুলো প্রকাশ্যে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে, যা মূলত ট্রাম্পের মিত্র ও সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিচার প্রক্রিয়ার প্রতিক্রিয়া। এএফপি।
ক্যান্সার আক্রান্ত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো
ক্যান্সার আক্রান্ত হয়েছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো। তার ত্বকের ক্যান্সার ধরা পড়েছে। বুধবার চিকিৎসকরা বিষয়টি নিশ্চিত করেছেন। গত রবিবারের মেডিকেল পরীক্ষা অনুযায়ী, তার ত্বকে কারসিনোমা সেল পাওয়া গেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন বলা হয়েছে, দুটি টেস্টের রিপোর্ট পজেটিভ এসেছে। তাকে ২৭ বছরের কারাদ- দেওয়া হয়েছে। বলসোনারো ২০২২-২৩ সালে ক্ষমতা দখলের ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত হওয়ার আগেই গৃহবন্দি ছিলেন। বর্তমানে তিনি গৃহবন্দি অবস্থায় আছেন।ধারণা করা হচ্ছে, তিনি আপিল করবেন। বলসোনারোর ক্যান্সারকে ইন সিটু বলে উল্লেখ করা হয়েছে। এর অর্থ অস্বাভাবিক কোষগুলো এখনও ছড়িয়ে পড়েনি। ডিএফ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, রোগ নির্ণয়ের জন্য ক্লিনিকাল পর্যবেক্ষণ ও পর্যায়ক্রমিক পূর্বমূল্যায়ন প্রয়োজন। মঙ্গলবার বমি ও নি¤œ রক্তচাপ নিয়ে হাসপাতালে ভর্তি হন বলসোনারো। বুধবার তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়। সাত বছর আগে নির্বাচনী প্রচারণায় ছুরিকাঘাত হয়ে আহত হওয়ায় ডানপন্থী ওই রাজনীতিবিদকে হাসপাতালে ভর্তি করা হয়। বলসোনারোর বড় ছেলে সেন ফ্লাভিও বলসোনারো এক্সে বলেন, তার পিতা ঠিক হয়ে যাবে। তিনি আরও বলেন, “আমার পিতা এর আগেও অনেক যুদ্ধ লড়েছে এবং জয়ী হয়েছে। এটাও ভিন্ন নয়।” রয়টার্স, সিএনএন