দ্য গার্ডিয়ান : না ফেরার দেশে চলে গেছেন বিশ্ববিখ্যাত চীনা পদার্থবিজ্ঞানী ও নোবেলজয়ী চেন নিং ইয়াং। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জনিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিংয়ের ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চেন নিং বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মারা গেছেন। চেন নিং ইয়াং ও তার সহকর্মী লি সাং-দাও ১৯৫৭ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান। তারা যৌথভাবে প্রাইটি ল বা সমতার নিয়ম নিয়ে যে গবেষণা করেন, তা মৌলিক কণার গঠন ও আচরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ আবিষ্কারের পথ খুলে দেয়। চেন নিং ইয়াং ১৯২২ সালে চীনের পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন পাঁচ ভাইবোনের মধ্যে বড়। তার বাবা ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ছিলেন, ফলে ছোটবেলা থেকেই তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেড়ে ওঠেন। ১৯৪২ সালে তিনি ন্যাশনাল সাউথওয়েস্ট অ্যাসোসিয়েটেড ইউনিভার্সিটি কুনমিং থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরে ছিংহুয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। কৈশোরে নোবেল জয়ের স্বপ্ন দেখা ইয়াং মাত্র ৩৫ বছর বয়সে তিনি সেই স্বপ্ন পূরণ করেন। নোবেল কমিটি তাদের অসাধারণ অন্তর্দৃষ্টিসম্পন্ন অনুসন্ধান ও মৌলিক কণাসমূহ নিয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য প্রশংসা করেছিল।
এশিয়া
মারা গেছেন নোবেলজয়ী চীনা পদার্থবিজ্ঞানী চেন নিং
না ফেরার দেশে চলে গেছেন বিশ্ববিখ্যাত চীনা পদার্থবিজ্ঞানী ও নোবেলজয়ী চেন নিং ইয়াং। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জনিয়েছে।