DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

এশিয়া

সিরিয়ায় কুর্দিদের সঙ্গে চুক্তি আল-শারার

কুর্দি অধ্যুষিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) প্রধানের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন করেছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। রাজধানী দামেস্কে সোমবার ওই চুক্তি সই হয়।

Printed Edition
Default Image - DS

১২ মার্চ, এএফপি, আল-জাজিরা : কুর্দি অধ্যুষিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) প্রধানের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন করেছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। রাজধানী দামেস্কে সোমবার ওই চুক্তি সই হয়।

চুক্তিতে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে স্বায়ত্তশাসিত কুর্দি প্রশাসনের প্রতিষ্ঠানগুলোকে জাতীয় সরকারের সঙ্গে একীভূত করার কথা বলা আছে। এ বছরের শেষ নাগাদ ওই চুক্তি বাস্তবায়নের উদ্যোগ শুরু হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। প্রেসিডেন্ট শারার নেতৃত্বে সিরিয়ার নতুন সরকার দেশটির সশস্ত্র গোষ্ঠীগুলোকে অকার্যকর করে দিতে এবং পুরো দেশের ওপর জাতীয় সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। ১৩ বছরের বেশি সময় ধরে গৃহযুদ্ধের পর গত বছরের ডিসেম্বরে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যান সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ।

কয়েক দিন ধরে সাবেক আসাদ সরকারের অনুগত আলাউইত সম্প্রদায়ের ওপর ভয়াবহ নৃশংসতার ঘটনা ঘটেছে। আলাউইতদের বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাট চালানো হচ্ছে এবং তাদের গণহারে হত্যা করা হচ্ছে। সিরিয়ার সংখ্যালঘু আলাউইতরা দেশটির উপকূলীয় অঞ্চলের দিকে বসবাস করে। আসাদ সরকারের পতনের পর আলাউইতদের ওপর গত কয়েক দিনের হামলা সিরিয়ার বর্তমান সরকারকে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বাশার আল-আসাদ আলাউইত সম্প্রদায়ের ছিলেন।