দ্য এক্সপ্রেস ট্রিবিউন , সামা টিভি : কাশ্মীরের পেহেলগাঁওকাণ্ডের জেরে ভারত কর্তৃক সিন্ধু চুক্তি স্থগিতকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। গতকাল মঙ্গলবার জাতীয় পরিষদে দেওয়া ভাষণে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি ভারতের এ ধরনের সিদ্ধান্তের জন্য নিন্দাও জানান তিনি।

ভারতের বিরুদ্ধে পানির রাজনীতিকরণ করার অভিযোগ করে বিলাওয়াল বলেন, লাখ লাখ মানুষের খাদ্য ও জীবিকা হুমকির মুখে ফেলা পাগলামি। তিনি আরও বলেন, পাকিস্তান প্রমাণ করেছে যে ভারত সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত। যা কেবল প্রক্সির মাধ্যমেই নয়, তাদের সশস্ত্র বাহিনীর মাধ্যমেও। তাদের এই সন্ত্রাসবাদ পাকিস্তানের সীমানা ছাড়িয়ে শ্রীলঙ্কা ও কানাডার মতো দেশগুলো পর্যন্ত বিস্তৃত। তিনি ভারতকে সন্ত্রাসবাদ পরিত্যাগ করার আহ্বান জানান।

পিপিপি চেয়ারম্যান সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারত ও পাকিস্তানের মধ্যে সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে সতর্ক করে দিয়েছেন যে, তা না করলে ভবিষ্যত প্রজন্মকে এর পরিণতি ভোগ করতে হবে। এদিকে পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে ভারতের কেন্দ্রীয় সরকার বেশ কয়েকটি রাজ্যকে বুধবার নিরাপত্তা মহড়া চালাতে বলেছে।