জিও টিভি : ব্রিকস জোটের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)-এর সদস্যপদ পেতে চীনের সমর্থন চেয়েছে পাকিস্তান। একই সঙ্গে কৃষি, শিল্প, খনিজসহ গুরুত্বপূর্ণ খাতে চীনা কোম্পানিগুলোর বিনিয়োগ বৃদ্ধি করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইসলামাবাদ। ওয়াশিংটনে পাকিস্তানের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব ও চীনের উপ-অর্থমন্ত্রী লিয়াও মিনের বৈঠকে এ আলোচনা হয়। গতকাল শুক্রবার প্রকাশিত এক সরকারি বিবৃতিতে জানানো হয়, এই বৈঠকেই পাকিস্তান আনুষ্ঠানিকভাবে চীনের সমর্থন চায়। বিবৃতিতে বলা হয়েছে, ‘অর্থমন্ত্রী আওরঙ্গজেব এনডিবি-তে পাকিস্তানের সদস্যপদের জন্য চীনের সমর্থন চান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কৃষি, শিল্প ও খনিজসহ গুরুত্বপূর্ণ খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধিকে স্বাগত জানান।’ ব্রিকসভুক্ত দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এনডিবি একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক, যা উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলোর অবকাঠামো ও টেকসই উন্নয়ন প্রকল্পে অর্থায়নের লক্ষ্যে গঠিত।