রিপাবলিক নিউজ, জি নিউজ,বিবিসি দ্য হিন্দু, পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এর জেরে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও। পাকিস্তানের দাবি, তাদের পাল্টা হামলায় পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিয়ে স্বভাবসুভ লুকোচুরি শুরু করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। প্রাথমিকভাবে নিজেদের যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর প্রকাশ করলেও পরে সেগুলো সরিয়ে নিয়েছে। ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর প্রকাশ করলেও পরে মুছে ফেলে। এর আগে একটি আন্তর্জাতিক বার্তা সংস্থাকে পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, তারা ভারতের তিনটি রাফাল, একটি সু-৩০ এবং একটি মিগ-২৯ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদরদফতরও ধ্বংস করা হয়েছে বলে দাবি করে পাকিস্তান। তাদের এই দাবির পর ভারতের মিডিয়াগুলো তিনটি ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানায়। পরে তারা একে একে সে খবর সরিয়ে নেয়। এদিকে প্রতিবেদন থেকে জানা যায়, ভারতশাসিত কাশ্মীরের পাম্পোর অঞ্চলে একটি অজ্ঞাত উড়োজাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এটি কোন দেশের বা কোন মডেলের উড়োজাহাজ, তা এখনও সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। এছাড়া ইন্ডিয়ান এক্সপ্রেস পাঞ্জাবে একটি সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে তারা জানিয়েছে, ভেঙে পড়া বিমানটি আকালি খুর্দ গ্রাম সংলগ্ন এলাকায় পড়ে, যা ভাটিন্ডার ভিসিয়ানা বিমানঘাঁটি থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে। সেনাবাহিনী ওই এলাকা ঘিরে রেখেছে এবং বিমান বাহিনীর সদস্যরা ধ্বংসাবশেষ সংগ্রহ করছেন। এই ঘটনায় একজন নিহত ও নয়জন আহত হওয়ার খবর জানালেও যুদ্ধবিমানটি কেন বিধ্বস্ত হয়েছে সে ব্যাপারে কিছু উল্লেখ করেনি তারা। জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলার জবাবে পাকিস্তানে সামরিক অভিযান চালায় ভারত। দেশটি এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন সিঁদুর’।