সিনহুয়া : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি বিয়ে বাড়িতে গ্যাস বিস্ফোরণে বর-কনেসহ আটজন নিহত হয়েছেন। এছাড়াও বেশ কয়েক জন আহত হয়েছে। গতকাল রোববার ভোরে এ ঘটনা ঘটে বল বলে জানিয়েছে জিও নিউজ। সরকারি প্রশাসক সাহেবজাদা ইউসুফ বলেছেন, বিস্ফোরণের বিষয়ে কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে এবং পুলিশ কর্মকর্তারা এখনও তদন্ত করছেন। অন্যদিকে সিনহুয়া নিউজ এজেন্সি জানায়, বিস্ফোরণের ঘটনায় আরও সাতজন আহত হয়েছে।
ইসলামবাদের ডেপুটি কমিশনার ইরফান নওয়াজ মেমন জানান, একটি আবাসিক ভবনের ভেতরে বিয়ের অনুষ্ঠান চলাকালীন এই বিস্ফোরণ ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়।