গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাড়িঘরে ফিরেছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। উত্তরাঞ্চলে ঘরে ফেরার পর তারা ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই খুঁজে পাচ্ছেন না। ইতোমধ্যে বুলডোজার দিয়ে ধ্বংসস্তূপ পরিষ্কার শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ধ্বংসস্তূপের নিচ থেকে বেরিয়ে আসছে একের পর এক লাশ।
গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ১২৪টি লাশ নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
এর মধ্যে ১১৭টি লাশ উদ্ধার করা হয়েছে ইসরাইলের বোমা হামলায় ধসে পড়া ভবনের নিচ থেকে। নতুন এসব মরদেহ পাওয়া যাওয়ায় দখলদার দেশটির আগ্রাসনে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ হাজার ৮০৬ জনে। আর আহত হয়েছেন এক লাখ ৭০ হাজারেরও বেশি ফিলিস্তিনি।
ইসরাইলের বর্বর হামলায় গাজা এখন ভয়াবহ মানবিক সংকটে পড়েছে। জাতিসংঘের হিসাবে, চলমান যুদ্ধ শুরুর পর থেকে গাজার ৯২ শতাংশ আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। লাখো মানুষ এখন অস্থায়ী আশ্রয়কেন্দ্র, তাঁবু বা অপ্রতুল উপকরণে তৈরি ঘরে বসবাস করছেন।
গাজার উদ্ধার সংস্থা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসসাল জানান, শনিবার পর্যন্ত পাঁচ লাখেরও বেশি মানুষ গাজা সিটিতে ফিরে এসেছেন। এ অবস্থায় গাজাবাসীর জন্য তাঁবু ও অস্থায়ী বসবাসের ঘরে (কারাভ্যান) প্রবেশের অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন জাতিসংঘের আবাসনের অধিকারবিষয়ক বিশেষ প্রতিবেদক বালাকৃষ্ণন রাজগোপাল।
যুদ্ধবিরতির তৃতীয় দিনে গাজায় সীমিত সহায়তা প্রবেশ
যুদ্ধবিরতির তৃতীয় দিনে গত রোববার কিছু সহায়তাবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। তবে দক্ষিণাঞ্চলীয় খান ইউনুসে ক্ষুধার্ত মানুষ সহায়তার ট্রাকগুলো ঘিরে ফেলেন এবং কিছু জায়গায় বিশৃঙ্খলার ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা মাহমুদ আল-মুজাইন বলেন, সহায়তা নিয়ে বিশৃঙ্খলার ঘটনাগুলো প্রমাণ করে, গাজার মানুষ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন শান্তি আলোচনার প্রতি আস্থা রাখছে না। সবাই ভয় পাচ্ছে, যুদ্ধ আবার শুরু হবে। তাই মানুষ সহায়তা পেলে বাড়িতে মজুত রাখছে।