পাল্টা পদক্ষেপ নিচ্ছে ব্রাজিল

বিভিন্ন পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ৫০ শতাংশ শুল্কের জবাবে পাল্টা বাণিজ্যিক পদক্ষেপ নিতে যাচ্ছে ব্রাজিল।সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পাল্টা ব্যবস্থা হিসেবে ব্রাজিলও শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করছে।ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা পাল্টা পদক্ষেপ নেওয়ার জন্য একটি পর্যালোচনার অনুমোদন দিয়েছেন। ট্রাম্প তার মিত্র জাইর বলসোনারোর বিরুদ্ধে অভ্যুত্থানের পরিকল্পনার অভিযোগে চলমান বিচারকে কেন্দ্র করে ব্রাজিলের ওপর এই শুল্ক আরোপ করেন।ব্রাজিলের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় ৩০ দিনের মধ্যে খতিয়ে দেখবে, যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক দেশটির সাম্প্রতিক ‘অর্থনৈতিক পারস্পরিকতা আইনের’ আওতায় পড়ে কি না।একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, যদি পড়ে, তাহলে বিশেষজ্ঞদের একটি দল পাল্টা ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দেবে, যার মধ্যে প্রতিশোধমূলক শুল্ক আরোপও অন্তর্ভুক্ত থাকতে পারে।ব্রাজিল শিগগিরিই আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রকে সম্ভাব্য প্রতিশোধমূলক পদক্ষেপ খতিয়ে দেখার সিদ্ধান্তের কথা জানাবে। তবে কূটনৈতিক আলোচনার পথ এখনও খোলা আছে বলে সূত্রটি উল্লেখ করেছে।গত এপ্রিলে ব্রাজিলে ‘অর্থনৈতিক পারস্পরিকতা আইন’ পাস করা হয়, যা সরকারকে এমন দেশগুলোর বিরুদ্ধে ‘পালটা ব্যবস্থা’ নেওয়ার অনুমতি দেয়, যারা একতরফাভাবে ব্রাজিলের প্রতিযোগিতায় ক্ষতি করে। এই পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে বাণিজ্য সুবিধা, বিনিয়োগ, বা মেধা সম্পত্তি চুক্তি স্থগিত করা। অন্য দেশের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে এটি শেষ পদক্ষেপ হিসেবে গ্রহণ করা হয়। রয়টার্স

১২৮ বছর পর মাদাগাস্কারকে রাজার খুলি ফিরিয়ে দিল ফ্রান্স

এক শতাব্দীরও বেশি সময় পর অবশেষে মাদাগাস্কারকে ফেরত দিল ফ্রান্স তিনটি মানব খুলি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গত সোমবার ফরাসি সংস্কৃতি মন্ত্রণালয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন হয়।এগুলো ১৯ শতকের সাকালাভা জনগোষ্ঠীর রাজা টোয়ারা, এবং তাঁর সঙ্গে যুদ্ধ করা দুই সেনার। ঔপনিবেশিক সময়ে ১৮৯৭ সালের আগস্টে ফরাসি সেনারা রাজা টোয়ারাকে হত্যা করে শিরশ্ছেদ করে। এরপর তাঁর খুলি যুদ্ধলব্ধ ট্রফি হিসেবে নিয়ে যাওয়া হয় প্যারিসের জাতীয় প্রাকৃতিক ইতিহাস জাদুঘরে। সেখানে ১২৮ বছর ধরে সংরক্ষিত ছিল এগুলো।ফ্রান্স ২০২৩ সালের ৮ ডিসেম্বর একটি নতুন আইন পাস করে, যাতে বলা হয় ফরাসি সরকারি সংগ্রহে থাকা ৫০০ বছরের কম বয়সী যেকোনো মানব দেহাবশেষ সংশ্লিষ্ট দেশে ফেরত পাঠানো যাবে। এর আগে প্রতিটি দেহাবশেষের জন্য আলাদা আইন করতে হতো।ফরাসি সংস্কৃতি মন্ত্রী রাশিদা দাতি এক বিবৃতিতে বলেন, “এই খুলিগুলো যে প্রক্রিয়ায় ফরাসি জাদুঘরে গিয়েছিল, তা মানবাধিকারের লঙ্ঘন ও মানব মর্যাদার প্রতি চরম অসম্মান। এগুলো ঔপনিবেশিক সহিংসতারই প্রতিফলন।”প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ দায়িত্ব নেওয়ার পর থেকেই আফ্রিকায় ফ্রান্সের ঔপনিবেশিক ভুলগুলো স্বীকার করে আসছেন। চলতি বছরের এপ্রিলে মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভো সফরকালে তিনি দেশটির ওপর ফরাসি শাসনকে রক্তাক্ত ও মর্মান্তিক বলে স্বীকার করে ক্ষমা প্রার্থনার প্রয়াস দেখান।মাদাগাস্কারের সংস্কৃতি মন্ত্রী ভোলামিরান্তি ডোনা মারা বলেন, “এই খুলিগুলো ফেরত দিয়ে ফ্রান্স ইতিহাস গড়ল। এর মাধ্যমে দুই দেশের মধ্যে নতুন সহযোগিতার যুগ শুরু হবে।”১৯৬০ সালে ফ্রান্সের ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভ করে মাদাগাস্কার। ফেরত আনা খুলিগুলো রোববার দ্বীপটিতে পৌঁছাবে এবং সেখানে ধর্মীয় রীতিতে দাফন করা হবে বলে জানানো হয়েছে। ইন্টারনেট।

চোর সন্দেহে গণপিটুনির শিকার গুগল ম্যাপস কর্মীরা

ভারতের উত্তর প্রদেশের কানপুর শহরের বিরহার গ্রামে জরিপ করতে গিয়ে স্থানীয়দের গণপিটুনির শিকার হয়েছেন গুগল ম্যাপস–এর জন্য কাজ করা টেক মাহিন্দ্রার কয়েকজন কর্মী। স্থানীয়রা তাঁদের চোর সন্দেহে আটক করে মারধর করেন।গত বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে। কর্মীরা বিশেষ ক্যামেরাযুক্ত গাড়ি ব্যবহার করে রাস্তার ছবি তুলছিলেন, যাতে মানচিত্রে সঠিকভাবে রাস্তা চিহ্নিত করা যায়। কিন্তু গ্রামবাসী গাড়িটিকে সন্দেহজনক মনে করে ধারণা করেন, চুরির উদ্দেশ্যে তথ্য সংগ্রহের জন্য ক্যামেরা বসানো হয়েছে।অল্প সময়ের মধ্যেই অনেক গ্রামবাসী গাড়ি ঘিরে ধরে কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। পরে তাঁদের ওপর শারীরিক হামলা চালানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করে এবং উভয় পক্ষকে থানায় নিয়ে যায়।সেখানে গুগল ম্যাপস দলের কর্মীরা জানান, তাঁরা চোর নন, মানচিত্র তৈরির সরকারি অনুমোদিত কাজে এসেছিলেন। তাঁদের এক সদস্য বলেন, “আমরা ডিজিপির অনুমতি নিয়ে এই কাজ শুরু করেছি। ভুল বোঝাবুঝির কারণে এমন ঘটনা ঘটেছে।”অন্যদিকে স্থানীয়রা দাবি করেন, সাম্প্রতিক সময়ে গ্রামে একাধিক চুরির ঘটনা ঘটেছে। সেই আতঙ্ক থেকেই তাঁরা সতর্ক অবস্থায় ছিলেন।ঘটনার পর পুলিশ গ্রামবাসীকে শান্ত করে বাড়ি পাঠায়। পুলিশ জানায়, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে গুগল ম্যাপস দলের পক্ষ থেকে গ্রামবাসীর বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি। এনডিটিভি