আরব নিউজ: অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংস আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। গত শুক্রবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, অধিকৃত বাহিনীর দেওয়া নিরপত্তায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ওপর চালানো সহিংসতার ঘটনায়, বিশেষ করে কাফর মালিক গ্রামে সংঘটিত হামলার, সৌদি আরব কঠোরভাবে নিন্দা ও ধিক্কার জানাচ্ছে।

পশ্চিম তীরের রামাল্লাহর কাছে কাফর মালিক গ্রামে বুধবার একদল ইসরায়েলি বসতি স্থাপনকারী ফিলিস্তিনিদের ওপর হামলা চালায়। এ ঘটনায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনজন ফিলিস্তিনি নিহত ও সাতজন আহত হন। এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা পশ্চিম তীরে ক্রমেই বাড়ছে। বিশেষ করে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এই হামলার মাত্রা আরও বেড়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫৫,০০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। একই সময়ের মধ্যে পশ্চিম তীরেও সহিংসতা বেড়েছে এবং ইসরায়েলি বাহিনীর হাতে কমপক্ষে ৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় গাজার বেসামরিক নাগরিকদের ওপর চালানো সহিংসতারও নিন্দা জানিয়েছে। বিশেষ করে যেখানে বিপদগ্রস্ত ও বাস্তুচ্যুত মানুষরা আশ্রয় নিয়েছে সেই স্থানগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। বিবৃতিতে সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং আন্তর্জাতিক আইন ও নীতিমালা ইসরায়েলি লঙ্ঘনের অবসান ঘটাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

প্যালেস্টাইন অথরিটিকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রদান করেছে সৌদি আরব। আর্থিক সংকটে থাকা ফিলিস্তিন সরকারকে সহায়তার অংশ হিসেবে এই অর্থ প্রদান করা হয়েছে বলে জানিয়েছে সৌদি আরব। গত বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম । গত বৃহস্পতিবার জর্ডানের রাজধানী আম্মানে সৌদি দূতাবাসের ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ মুনিস প্যালেস্টাইনের অর্থমন্ত্রী ওমর আল-বিতারের কাছে এই তহবিল হস্তান্তর করেন। অর্থমন্ত্রী আল-বিতার এই সহায়তার জন্য সৌদি আরবের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি কিং সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, প্যালেস্টিনিয় জনগণের স্বাধীনতা ও রাষ্ট্রীয় অধিকারের জন্য সৌদি আরবের অব্যাহত রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা অত্যন্ত প্রশংসনীয়।

প্যালেস্টাইন নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, এই অর্থনৈতিক সহায়তা স্বাস্থ্য ও শিক্ষা খাত বজায় রাখতে প্যালেস্টাইন অথরিটিকে সাহায্য করছে। হাসপাতাল পরিচালনা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ক্রয়, স্কুল চালু রাখা এবং চিকিৎসক, শিক্ষক ও প্রশাসনিক কর্মীদের বেতন প্রদানে এই তহবিল ব্যবহৃত হচ্ছে। সৌদি সহায়তা সংস্থা কেএস রিলিফের তথ্য অনুসারে, গত কয়েক বছরে প্যালেস্টিনিয় জনগণের জন্য ২৮৯টি প্রকল্পে ৫.৩ বিলিয়ন ডলারের বেশি সহায়তা প্রদান করেছে সৌদি আরব।