রয়টার্স : সিরিয়া জুড়ে ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট সেল দমনে আগাম অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত শনিবার রাষ্ট্রীয় টেলিভিশন আল-ইখবারিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ তথ্য জানান। তিনি বলেন, নিরাপত্তা বাহিনী দেশব্যাপী মোট ৬১টি রেইড দিয়েছে। তারা বিভিন্ন সেল থেকে মোট ৭১ জনকে গ্রেফতার এবং বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার ওয়াশিংটন সফরের ঠিক আগে দিয়ে এই অভিযান শুরু হলো। আবার, ওই অভিযানের ঠিক আগে দিয়ে আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। জানা গেছে, আইএস বিরোধী মার্কিন নেতৃত্বাধীন জোটে সিরিয়াকে নিতে আগ্রহী হোয়াইট হাউজ। গতকাল দেশব্যাপী নিরাপত্তা বাহিনীর সাঁড়াশি অভিযান দামেস্কের আগ্রহ কোনদিকে, তা স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা দফতর (পেন্টাগন) এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাবে কোনও সাড়া দেয়নি। দামেস্কে একটি বিমানঘাঁটিতে সামরিক উপস্থিতি গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে হোয়াইট হাউজ, যা সিরিয়া ও ইসরায়েলের মধ্যে নিরাপত্তা চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে কাজ করবে। একজন মার্কিন প্রশাসনিক কর্মকর্তা আগে বলেছিলেন, ইসলামিক স্টেটের বিরুদ্ধে কার্যকরভাবে লড়াই চালাতে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের অবস্থান ও কৌশল ক্রমাগত মূল্যায়ন করা হচ্ছে।
এশিয়া
সিরিয়ায় আইএস দমনে আগাম অভিযানে গ্রেফতার ৭১
সিরিয়া জুড়ে ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট সেল দমনে আগাম অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত শনিবার রাষ্ট্রীয় টেলিভিশন আল-ইখবারিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র