সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ট্যুরিস্ট ভিসায় গিয়ে ভিক্ষা করার দায়ে ৪১ জনকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যে অভিযান চাালিয়ে ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত চক্রটির সদস্যদের আটক করা হয়। এ সময় তাদের থেকে উদ্ধার করা হয় ৬০ হাজার দিরহাম। যা বাংলাদেশি অর্থে প্রায় ১৫ লাখ টাকার সমান। পুলিশ জানিয়েছে, আটক সবাই আরবীয় জাতির মানুষ। তারা একটি হোটেলে থেকে ভিক্ষাবৃত্তি করছিল। হোটেলটিকে নিজেদের ঘাঁটি বানিয়েছিল চক্রটি। এই ভিক্ষুক চক্রটিকে ধরতে ‘তজবিহ’ নামে অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানিয়েছে, তাদের কাছে ফোন করে একজন গোপন তথ্য জানান যে, কিছু লোক তজবিহ বিক্রির আড়ালে বিভিন্ন জায়গায় ভিক্ষা করছে। এরপর পুলিশের সদস্যরা নজরদারি শুরু করেন। তারা ওই আরব লোকদের গতিবিধি পর্যবেক্ষণে রাখা শুরু করেন। যারমধ্যে তিনজনকে তারা তজবিহ বিক্রি করতে দেখেন। তারাই তজবিহ বিক্রির আড়ালে ভিক্ষা করছিলেন। ওই তিনজনকে ঘটনাস্থলে আটক করা হয়।