উত্তর গাজা সিটিতে এক ব্যস্ত ইন্টারনেট ক্যাফেতে ইসরাইলী বাহিনীর বোমা হামলায় সোমবার এক হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শী ও চিকিৎসা সূত্র জানিয়েছে। এই ইন্টারনেট ক্যাফেটি যুদ্ধবিধ্বস্ত গৃহহারা ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল এবং এর ওয়াই-ফাই সুবিধার কারণে এখানে সাংবাদিক ও কর্মীরাও কাজ করতেন। এপি, জাদাল্লাহ, আনাদোলু, আলজাজিরা।

বোমা হামলা থেকে বেঁচে যাওয়া ইয়াহিয়া শরীফ আল জাজিরাকে বলেন, ‘ইসরাইলী দখলদার বাহিনী যুদ্ধবিমান দিয়ে এই জায়গায় বোমা ফেলেছে। আমরা ছিন্নভিন্ন হয়ে যাওয়া মানুষের দেহাবশেষ পেয়েছি।’ তিনি বলেন, ‘এই জায়গার কোনো রাজনৈতিক বা সামরিক সংযোগ ছিল না। এটি মানুষে পরিপূর্ণ ছিল, যাদের মধ্যে শিশুরাও ছিল যারা এখানে জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিতে এসেছিল।’

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার: এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ট্রাম্প এবং প্রশাসনের কর্মকর্তারা ইসরাইলী নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং গাজায় যুদ্ধ বন্ধ করা তাদের অগ্রাধিকার। ‘ইসরাইল এবং গাজা থেকে আসা যুদ্ধে বিধ্বস্ত হৃদয়বিদারক ছবিগুলো দেখা আমাদের জন্য কষ্টদায়ক। প্রেসিডেন্ট এই যুদ্ধের অবসান দেখতে চান। তিনি জীবন রক্ষা করতে চান,’ বলেছেন লেভিট। আগামী সোমবার ট্রাম্প হোয়াইট হাউসে নেতানিয়াহুকে আলোচনার জন্য স্বাগত জানাবেন। ইসরাইলের কৌশলগত বিষয়ক মন্ত্রী এবং নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র রন ডারমার এ সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন। সেখানে তিনি গাজায় যুদ্ধবিরতি, ইরান এবং অন্যান্য বিষয় নিয়ে সিনিয়র মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন।

ইসরাইলের বর্বরতার অবসান চান ট্রাম্প

গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বর্বরতার অবসান চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট। তিনি বলেছেন, “এই যুদ্ধে গাজা ও ইসরায়েল থেকে যেসব ছবি আসছে সেগুলো হৃদয়বিদারক। প্রেসিডেন্ট এসব আর দেখতে চান না। তিনি জীবন রক্ষা করতে চান। হোয়াইট হাউসের এ কর্মকর্তা জানিয়েছেন, ইসরাইলের কর্মকর্তাদের সঙ্গে মার্কিন কর্মকর্তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং গাজায় যুদ্ধ বন্ধ করাকে তারা প্রাধান্য দিচ্ছেন। এদিকে আগামী সোমবার হোয়াইট হাউসে যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে দেখা করবেন। সাধারণ ইসরায়েলিদের অভিযোগ, এ দখলদারের কারণে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্ত করা সম্ভব হচ্ছে না। ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডেরমার বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। নেতানিয়াহুর আস্থাভাজন এ দখলদার মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইরান যুদ্ধ ও গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। আড়াই বছর ধরে চলা এ যুদ্ধে শুধু সরকারি হিসেবেই ৫৬ হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।