ইন্টারনেট: ভারতে কলকাতার বড়বাজারে অগ্নিকাণ্ডে একাধিক দোকান পুড়ে গেছে। গতকালশনিবার ভোর পাঁচটার দিকে ১৭ নং এজরা স্ট্রিটের একটি ইলেকট্রিক পণ্যের দোকান থেকে আগুনের সূত্রপাত। সকাল ১০টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, আগুন তখন পর্যন্ত নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব হয়নি।স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ওই দোকানের দোতলায় প্রথম আগুন লেগেছিল। তখনই দমকল বাহিনীতে খবর দেওয়া হয়। তড়িঘড়ি দমকলের ছয়টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেও যায়। তবে স্থানীয়দের একাংশের অভিযোগ, দমকলে খবর দেওয়া হলেও তারা পৌঁছাতে দেরি করেছে। এদিকে আগুন লাগার চার ঘণ্টা পরেও নেভাতে ব্যর্থ হয় দমকল। এক ঘণ্টার মধ্যেই আগুন গ্রাস করে নেয় সম্পূর্ণ বিল্ডিংটিকে। এরপর উল্টোদিকের একটি সাদা বিল্ডিংয়ে আগুন ধরে যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত, ঘটনাস্থলে ২০টি ইঞ্জিন রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। ঘনবসতিপূর্ণ এলাকা এবং দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন ক্রমাগত ছড়িয়ে পড়ছে। এছাড়া, দোকানের ভিতরে প্রচুর ইলেকট্রিক সামগ্রী থাকায়, সেগুলি ধুমধাম শব্দে ফাটছে। এজরা স্ট্রিটে প্রায় তিনশ থেকে সাড়ে তিনশ দোকান রয়েছে। অনেক দোকানি ঘাড়ে করে জিনিসপত্র বাইরে এনে কিছুটা ক্ষতি কমানোর চেষ্টা করছিলেন। প্রথম যে ইলেকট্রিকের দোকানে আগুন লেগেছিল, সেই দোকানের মালিককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। তার কয়েক কোটি টাকার সামগ্রী দোকানে রাখা ছিল বলে জানিয়েছেন। আশেপাশের দোকানগুলিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো এলাকায় বহু কোটি টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন সেখানকার ব্যবসায়ীরা।