সামা টিভি : আজাদ জম্মু ও কাশ্মীরের মিরপুরে একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা দিয়েছে পাকিস্তান। লাখ লাখ প্রবাসী ও স্থানীয় নাগরিকের আধুনিক বিমান চলাচল সুবিধা নিশ্চিতের লক্ষ্যে নেওয়া হয়েছে এই বড় অবকাঠামোগত উন্নয়ন উদ্যোগ। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, চলতি অর্থবছরের মধ্যেই বিমানবন্দরের নির্মাণকাজ শুরু হবে। এতে অঞ্চলের যোগাযোগব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি জানিয়েছে, বিমানবন্দর নির্মাণের জন্য প্রযুক্তিগত বাস্তবতা যাচাই ও উপযুক্ত স্থান নির্ধারণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এক মুখপাত্র জানান, পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি প্রযুক্তিগত যাচাই ও সাইট নির্ধারণের প্রক্রিয়া শুরু করেছে। ডিসেম্বর ২০২৫ সালের মধ্যে প্রাথমিক মূল্যায়ন ও সমীক্ষা সম্পন্ন হবে। কর্তৃপক্ষ জানায়, প্রাথমিক সমীক্ষা ও নকশার অনুমোদন সম্পন্ন হওয়ার পর মিরপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। নকশা অনুমোদনের পরই আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজ শুরু হবে, যা দীর্ঘদিনের প্রতীক্ষিত এই প্রকল্পকে বাস্তবে রূপ দেবে। বিমানবন্দরটি নির্মিত হলে আজাদ জম্মু ও কাশ্মীরের জনগণ, বিশেষ করে বিদেশে বসবাসরত প্রবাসী পাকিস্তানিদের যাতায়াতে ব্যাপক সুবিধা হবে।
মধ্যপ্রাচ্য
পাকিস্তানের কাশ্মীরে হবে আন্তর্জাতিক বিমানবন্দর
আজাদ জম্মু ও কাশ্মীরের মিরপুরে একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা দিয়েছে পাকিস্তান। লাখ লাখ প্রবাসী ও স্থানীয় নাগরিকের আধুনিক বিমান চলাচল সুবিধা নিশ্চিতের লক্ষ্যে