সিনহুয়া : মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনার মধ্যেই ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহার সঙ্গে বৈঠক করেছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। গতকাল সোমবার রাজধানী বেইজিংয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে মন্ত্রণালয়ের এক বিবৃতি এবং সরকারি সংবাদ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

ইরানে সহিংস আন্দোলনের জেরে দেশটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের জেরে উত্তেজনার মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আঞ্চলিক নিরাপত্তা অংশীদারিত্ব গড়ে তোলা এবং সমস্যাগুলো রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন। সেই সাথে যে কোন পরিস্থিতিতে সব পক্ষকে ধৈর্য ধরার ওপর আহ্বান জানানো হয়েছে।

মার্কিন কর্মকর্তারা বলেছিলেন, আগামী দিনে একটি বিমানবাহী রণতরী এবং বেশ কয়েকটি গাইডেড-ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী মধ্যপ্রাচ্যে পৌঁছাবে। অন্যদিকে ইরান বলছে, দেশটিতে যে কোন আক্রমণ যুদ্ধ হিসেবে বিবেচিত হবে। তবে বেইজিং যে কোনো দেশে সামরিক অভিযানের বিরোধীতা করে আসছে।