আল-জাজিরা, রয়টার্স : ইহুদিবাদী ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে মার্কিন সিনেট। কেননা, বুধবার এ সংক্রান্ত একটি প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছে।
তবে এ প্রস্তাবের ওপর ভোটাভুটিতে ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরে ক্রমবর্ধমান বিরোধিতা স্পষ্টভাবে ফুটে উঠেছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবারের ব্যর্থ ভোটাভুটিতে ইসরাইলের কাছে ২০,০০০ স্বয়ংক্রিয় অ্যাসল্ট রাইফেল এবং ৬৭৫ মিলিয়ন ডলারের বোমার চালান বন্ধের প্রস্তাবে যথাক্রমে ২৭ এবং ২৪ জন ডেমোক্রেট সিনেটর সমর্থন দেন। উল্লেখযোগ্যভাবে, রিপাবলিকান পার্টির সকল ভোটারই প্রস্তাবটির বিরোধিতা করেন।
এ প্রস্তাব উত্থাপন করেন ভারমন্টের স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স। এটি ছিল ইসরাইলের কাছে অস্ত্র সরবরাহ সীমিত করার লক্ষ্যে সিনেটে সবচেয়ে জোরালো প্রচেষ্টা। স্যান্ডার্স এর আগেও এপ্রিল ও নভেম্বর মাসে এ ধরনের প্রস্তাব আনেন। তা যথাক্রমে ১৫ ও ১৮ জন ডেমোক্রেট সিনেটর সমর্থন জানিয়েছিলেন।
ভোটাভুটির আগে এক্সে বার্নি স্যান্ডার্স লিখেছেন, “নেতানিয়াহু একজন ঘৃণ্য মিথ্যাবাদী। শিশুদের না খেয়ে মরতে হচ্ছে। আমেরিকা একটি বর্ণবাদী সরকারের হাতে অস্ত্র তুলে দিতে পারে না, যেগুলো ব্যবহার হচ্ছে নিরীহ মানুষকে হত্যার জন্য।” প্রথমবারের মতো স্যান্ডার্সের প্রস্তাবে সমর্থন দেওয়া সিনেটরদের মধ্যে ওয়াশিংটনের সিনেটর প্যাটি মারে বলেন, আমি দীর্ঘদিন ধরে ইসরাইলের বন্ধু ও সমর্থক।