ওয়াফা,রয়টার্স, আল-জাজিরা

অধিকৃত পশ্চিম তীরের কাবাতিয়া শহরে ইসরাইলি বাহিনী ব্যাপক সামরিক অভিযান চালিয়েছে। সেই সাথে বাড়ি দখল, গণগ্রেফতার এবং পূর্ণ কারফিউ জারি করেছে। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর নির্দেশে পরিচালিত এই অভিযানের দ্বিতীয় দিনে গত শনিবার শহরের প্রবেশপথগুলো সিলগালা করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। স্থানীয় সূত্রের বরাতে আল জাজিরা জানায়, ইসরাইলি বাহিনী কাবাতিয়ায় ঢুকে বহু বাসিন্দাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। একাধিক আবাসিক বাড়িকে সাময়িকভাবে সামরিক জিজ্ঞাসাবাদ কেন্দ্রে রূপান্তর করা হয়েছে। ফলে সেখানকার পরিবারগুলোকে ঘর ছাড়তে বাধ্য করা হয়েছে। ইসরাইলের আর্মি রেডিও জানিয়েছে, শহরটিতে পূর্ণ কারফিউ কার্যকর রয়েছে। এই অভিযান শুরু হয় ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কার্টজের দেওয়া নির্দেশের পর। তিনি দাবি করেন, উত্তর ইসরাইলে সংঘটিত ছুরিকাঘাত ও গাড়ি চাপা দেওয়ার হামলার সঙ্গে জড়িত এক ফিলিস্তিনির বাড়ি কাবাতিয়ায়। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, একাধিক ডিভিশনের সেনা, সীমান্ত পুলিশ এবং শিন বেতের সদস্যরা যৌথভাবে অভিযানে অংশ নিয়েছে। সন্দেহভাজনের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে এবং সেটি ভাঙার প্রস্তুতিও নেওয়া হচ্ছে। মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনিদের অভিযুক্ত আত্মীয়দের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার নীতিকে অবৈধ সমষ্টিগত শাস্তি হিসেবে নিন্দা করে আসছে।