ইন্টারনেট : ইরাকের পার্লামেন্ট স্পিকার মাহমুদ আল-মাশহাদানি বলেছেন, সাম্প্রতিক আরোপিত যুদ্ধে ইসরাইলি দখলদার শাসন সরাসরি যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের সমর্থন পেলেও ইসলামি প্রজাতন্ত্র ইরান তাদের বিরুদ্ধে বড় জয় অর্জন করেছে।
পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির ইরানি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন আল-মাশহাদানি।
তিনি সাম্প্রতিক ইসরাইল-ইরান যুদ্ধে ইরানের বিজয়ে অভিনন্দন জানিয়ে বলেন, ‘যুদ্ধে ইসরাইলি দখলদাররা বোমা হামলার ভয়ে আশ্রয়কেন্দ্রে লুকিয়ে থাকলেও ইরানের জনগণ স্বাভাবিক জীবনযাপন করেছে এবং বাড়ির ছাদে উঠে দাঁড়িয়ে ইসরাইলি শাসনকে উপহাস করেছে।’
তিনি আরও বলেন, ইরানের জনগণ ইরাকের জন্য গর্বের কারণ। ইরান এবং ইরাক দুই প্রতিবেশী দেশ, যাদের অভিন্ন নীতি ও স্বার্থ রয়েছে।