জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, দলে দলে ‘ক্ষুধার্ত মানুষ’ মধ্য গাজার একটি খাদ্যগুদামে ঢুকে পড়েছেন। এ ঘটনায় দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ডব্লিউএফপি জানিয়েছে, তারা বিস্তারিত তথ্য যাচাই-বাছাই করে দেখছে। দেইর আল-বালাহ শহরের আল-ঘাফারি গুদামে ক্ষুধার্ত লোকজন ঢুকে খাদ্যের বস্তা ও ময়দার প্যাকেট নিয়ে যাচ্ছেন। সেই সময় গুলীর শব্দ শোনা যায়। গুলী কোথা থেকে এসেছে, তা তখন স্পষ্ট বোঝা যাচ্ছিল না। বিবিসি, এএফপি।
ডব্লিউএফপি এক বিবৃতিতে বলেছে, প্রায় তিন মাস ধরে চলা ইসরাইলী অবরোধের পর মানবিক সংকট ‘নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে’। গত সপ্তাহে এ অবরোধ কিছুটা শিথিল করা হয়েছে। ডব্লিউএফপি জানিয়েছে, বিতরণের জন্য ওই গুদামে আগেই খাদ্য মজুত রাখা হয়েছিল। সংস্থাটি আরও জানিয়েছে, গাজায় অবিলম্বে খাদ্যসহায়তা বৃদ্ধি করা প্রয়োজন। মানুষকে নিশ্চিত করতে হবে যে তারা অনাহারে মরবেন না। ডব্লিউএফপি বলেছে, তারা আগে থেকেই সতর্ক করে আসছিল, পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে। সাহায্য সীমিত করার কারণে ক্ষুধার্ত মানুষের জীবন আরও হুমকির মুখে পড়ছে।
ইসরাইলী কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল বুধবার জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ১২১টি ট্রাক গাজায় প্রবেশ করেছে, যাতে ছিল ময়দা ও অন্যান্য খাদ্যসামগ্রী। গত সপ্তাহে ইসরাইল গাজায় সীমিত পরিমাণে ত্রাণ প্রবেশ করতে দেয়। তবে জাতিসংঘের মধ্যপ্রাচ্য দূত সিগ্রিড কাগ একে বর্ণনা করেছেন এভাবে, ‘জাহাজ ডুবে যাওয়ার পর যেন লাইফবোট দেওয়া হয়েছে।’ কারণ, গাজার প্রতিটি মানুষই দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরাইল সমর্থিত বিতর্কিত সংগঠন গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) ত্রাণ বিতরণের কাজ শুরু করেছে। জাতিসংঘকে পাশ কাটিয়ে মার্কিন নিরাপত্তা সংস্থার মাধ্যমে এ সংস্থা পরিচালিত হচ্ছে। জাতিসংঘ একে অকার্যকর ও অনৈতিক বলে উল্লেখ করেছে। জিএইচএফ দক্ষিণ ও মধ্য গাজায় চারটি ত্রাণ বিতরণকেন্দ্র চালু করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইল দাবি করেছে, এ ব্যবস্থা হামাসের হাত থেকে ত্রাণ বাঁচাতে সাহায্য করছে। তবে হামাস ত্রাণ চুরির অভিযোগ অস্বীকার করেছে।
জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, গত মঙ্গলবার রাফাহ শহরের একটি জিএইচএফ বিতরণকেন্দ্র চালুর এক দিন পর সেখানে উপচে পড়া ভিড় হয়। এ সময় সেখানে গুলীতে ৪৭ জন আহত হয়েছেন। জাতিসংঘের আরেক কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, মানুষ জাতিসংঘের ত্রাণবাহী ট্রাক থেকেও জিনিসপত্র লুট করে নিয়ে যাচ্ছেন।
ফিলিস্তিনের জাতিসংঘ মানবিক দপ্তরের প্রধান জোনাথন হুইটল বলেন, হামাসের মাধ্যমে ত্রাণ চুরি হওয়ার কোনো প্রমাণ নেই। বরং যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রকৃত লুটপাট চালিয়েছে কিছু অপরাধী চক্র, যাদের ইসরাইলী বাহিনী কেরেম শালোম সীমান্তের কাছে কাজ করতে দিচ্ছে। জাতিসংঘের মতে, যুদ্ধবিরতির সময় যেভাবে গাজায় দ্রুত ত্রাণ সরবরাহ করা হয়েছিল, ঠিক সেভাবে আবার ত্রাণ সরবরাহ বাড়ানো হলে ক্ষুধার্ত মানুষের হাতে লুটপাট বন্ধ হবে এবং গাজাজুড়ে জাতিসংঘের বিতরণ নেটওয়ার্ককে পুরোপুরি কাজে লাগানো সম্ভব হবে।
চলমান মানবিক সংকটের মধ্যে অবরুদ্ধ গাজায় ইসরাইলী বাহিনীর হামলায় আরও ৩৭ ফিলিস্তিনী নিহত হয়েছেন বলে আল-জাজিরা জানিয়েছে। এর মধ্যে উপত্যকাটির বুরেইজ শরণার্থী শিবিরে হামলার ঘটনায় নিহত ১৯ জন রয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরাইলী হামলায় আজ সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৩৭ জন নিহত হয়েছেন। যার মধ্যে, মধ্য গাজার বুরেইজে তীব্র হামলায় নিহত ১৯ জন রয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুরেইজ শরণার্থী শিবিরে আবাসিক ভবনে ইসরাইলী বাহিনীর ধারাবাহিক হামলায় ১৯ জন নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরাইলী সেনাবাহিনী। দীর্ঘ ১৯ মাস ধরে অব্যাহত এ হামলায় ৫৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ২২ হাজারের বেশি ফিলিস্তিনী।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের ভূখ-ে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলী চালিয়ে এক হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।
হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরাইলী বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরাইল। কিন্তু বিরতির দু’মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এ অভিযানে গত আড়াই মাসে গাজায় নিহত হয়েছেন তিন হাজার ৮২২ জন ফিলিস্তিনী এবং আহত হয়েছেন আরও প্রায় ১১ হাজার। যে ২৫১ জন জিম্মিকে হামাসের যোদ্ধারা ধরে নিয়ে গিয়েছিল, তাদের মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করার ঘোষণা দিয়েছে আইডিএফ।