আনাদোলু
তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে কথা বলেছেন। আলোচনায় সিরিয়া ও গাজার সর্বশেষ পরিস্থিতি, শান্তি উদ্যোগ এবং দ্বিপক্ষীয় সহযোগিতা গুরুত্ব পায়। মঙ্গলবার এই ফোনালাপ হয় বলে জানায় তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। আলোচনায় সিরিয়ায় যুদ্ধবিরতি ও সমন্বয় চুক্তি পুরোপুরি কার্যকর করার ওপর জোর দেন প্রেসিডেন্ট এরদোগান। তিনি বলেন, এই প্রক্রিয়া তুরস্ক যুক্তরাষ্ট্র ও সিরিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পর্যবেক্ষণ করছে।
গাজা প্রসঙ্গে এরদোগান আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রের উদ্যোগে গঠিত ‘গাজা বোর্ড অব পিস’ কার্যকর ফল দেবে। তার মতে, মানবিক বিপর্যয় বন্ধ করা এবং গাজা পুনর্গঠন করা দীর্ঘমেয়াদি আঞ্চলিক শান্তির জন্য জরুরি। দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও দুই নেতা মতবিনিময় করেন। এরদোয়ান জানান, পারস্পরিক স্বার্থের সব ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা জোরদার করতে তুরস্ক কাজ চালিয়ে যাবে। বিশেষভাবে বাণিজ্য বৃদ্ধি এবং প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। ন্যাটোভুক্ত দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্বে প্রতিরক্ষা খাতকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।