এপি, রয়টার্স, আলজাজিরা : একজন ফিলিস্তিনি মেয়ে একটি দাতব্য রান্নাঘর থেকে খাবার চাইতে গিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে, এমন সংবেদনশীল ছবি শীর্ষ সংবাদে সারাবিশ্বের কাছে প্রশ্নবোধক হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে আলোচনা করেছেন, উভয় নেতাই অবরুদ্ধ ফিলিস্তিনিদের প্রতিবেশী দেশগুলিতে ঠেলে দেওয়ার তাদের বিতর্কিত প্রস্তাবের কথা তুলে ধরেছেন। তাদের বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন সোমবার ইসরায়েলি বাহিনী ৬০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলি আলোচক এবং হামাস কাতারে পরোক্ষ আলোচনা করেছে। ইয়েমেনের হুথিরা লোহিত সাগরে এত দিনে দ্বিতীয় জাহাজের ক্ষতি করেছে, রকেট চালিত গ্রেনেড দিয়ে একটি জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৫৭,৫২৩ জন নিহত এবং ১,৩৬,৬১৭ জন আহত হয়েছে। ৭ অক্টোবর, ২০২৩ সালের হামলায় ইসরায়েলে আনুমানিক ১,১৩৯ জন নিহত এবং ২০০ জনেরও বেশিকে বন্দী করা হয়েছিল। গাজায় বিস্ফোরণ ও গুলীতে ইসরায়েলি ৫ সেনা নিহত : ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলে গতকাল সোমবার রাতভর অভিযান চালানোর সময় ইসরায়েলের পাঁচ সেনা নিহত হয়েছেন বলে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে। গাজায় যুক্তরাষ্ট্রসমর্থিত একটি সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস এ যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের মধ্যে ইসরায়েলি সেনাদের নিহত হওয়ার এ খবর এল। এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও গাজায় ইসরায়েলের হামলা থামেনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল দিবাগত রাত থেকে আজ ভোর পর্যন্ত গাজার দুটি স্থানে ইসরায়েলের হামলায় ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, গাজার উত্তরের বেইত হানুন এলাকায় অভিযান চালানোর সময় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। গাজা যুদ্ধের শুরু থেকেই এ এলাকা ইসরায়েলি সেনাদের অভিযানের প্রধান লক্ষ্যবস্তুগুলোর একটি ছিল। সেখানে ফিলিস্তিনি যোদ্ধাদের পুনর্গঠিত হওয়া ঠেকাতে ইসরায়েল বারবার অভিযান চালিয়ে যাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরও বলেন, ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলিও ছোড়া হয়েছে।
হামলায় দুই সেনা গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজায় ইসরায়েল তা-ব শুরু করার পর এ নিয়ে এ উপত্যকায় ইসরায়েলি ৮৮৮ সেনা নিহত হলেন। গাজায় দুই সপ্তাহ আগেই সাঁজোয়া যানে বিস্ফোরণে ইসরায়েলি সাত সেনা নিহত হয়েছিলেন। ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি সেনাদের একটি সাঁজোয়া যানে আগে থেকে বোমা পেতে রেখে ওই বিস্ফোরণ ঘটিয়েছিলেন। সেনা নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, সেনারা হামাসকে পরাজিত করা ও সব জিম্মিকে মুক্ত করার অভিযানে গিয়ে প্রাণ দিয়েছেন।