ইয়েনেত নিউজ, এএফপি, টাইমস অব ইসরায়েল ও ওয়াইনেট নিউজ : ইসরায়েলি বিমানবাহিনীর অ্যারো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউনিটে মোতায়েন সেনাদের র‌্যাগিংয়ের নামে যৌন হেনস্তা, হুমকি ও সমকামিতায় বাধ্য করার অভিযোগে সাত সৈন্যকে আটক করেছে দেশটির সামরিক পুলিশ। রাতে অভিযুক্তদের আটক করা হয়। তাদের সবাই ১৩৬ নম্বর এয়ার ডিফেন্স ব্যাটালিয়নের সদস্য। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সামরিক পুলিশ জানিয়েছে, ‘দীক্ষা অনুষ্ঠান’-এর সময় এই সেনারা জুনিয়র সদস্যদের সঙ্গে গুরুতর অসদাচরণ করেছেন।

আরেকটি স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে অন্তত ১০ জন জুনিয়র সেনা এসব নিপীড়নের শিকার হন। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত সিনিয়র সেনারা জুনিয়র সদস্যদের ওপর শারীরিক নিপীড়ন চালিয়েছেন, যৌন হেনস্তা ও মারধর করেছেন, হুমকি দিয়েছেন এবং কিছু ক্ষেত্রে সমকামিতায় বাধ্য করেছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, অভিযোগগুলোর তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা যাচ্ছে না। তবে বাহিনীটি জানিয়েছে, সেনাদের আচরণে শৃঙ্খলাভঙ্গ বা যেকোনো ধরনের নির্যাতনের ঘটনায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।