কান নিউজ : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে বৈঠকে বসছে দখলদার ইসরাইলের মন্ত্রিসভা। ইসরাইলী সংবাদমাধ্যম জানিয়েছে, পণ বন্দী ফেরাতে হামাসের সঙ্গে চুক্তির ডেডলাইন এবং গাজায় দখলদার সেনাদের পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হবে। চলতি বছরের জানুয়ারিতে হামাস-ইসরাইল যুদ্ধবিরতি হলেও গত ১৮ মার্চ এ চুক্তি ভঙ্গ করে ইসরাইল। ওইদিন গাজায় আবারও ব্যাপক হামলা চালায় তারা। এরপর থেকে যুদ্ধবিরতি চুক্তির জন্য আবারও আলোচনা শুরু হয়। তবে এতে এখন পর্যন্ত কোনো সমাধান পাওয়া যায়নি।

দখলদারদের সিনিয়র মন্ত্রীরা হামাসের বিরুদ্ধে আরও তীব্র হামলা চালানোর জন্য চাপ দিচ্ছে। এছাড়া রিজার্ভ সেনাদের জড়ো করে গাজায় আরও সেনা মোতায়েন করতে চাইছে তারা। তাদের পরিকল্পনা, এই সেনারা গাজায় ভারী অস্ত্র নিয়ে প্রবেশ করবে এবং হামলার তীব্রতা বাড়াবে। যেন হামাস ইসরালের শর্তে যুদ্ধবিরতি চুক্তি করতে রাজি হয়। এসব ছাড়াও আজকের বৈঠকে গাজায় মানবিক সহায়তা পৌঁছতে দেওয়ার ব্যাপারেও আলোচনা করবে তারা। গত ১ মার্চ থেকে গাজায় অবরোধ আরোপ করে রেখেছে ইসরাইল। এরপর দীর্ঘ ৫০ দিন ধরে এ উপত্যকায় খাদ্য ও বেঁচে থাকার ন্যূনতম একটি জিনিসও ঢুকতে দেয়নি দখলদাররা।