তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে গাজা ইস্যুতে অনুষ্ঠিত বৈঠকটি ছিল ‘খুবই ফলপ্রসূ ও ইতিবাচক’। তিনি আশা প্রকাশ করেছেন, এই বৈঠকের ফলাফল গঠনমূলক ভূমিকা রাখবে। নিউইয়র্কের তুর্কেভি সেন্টারের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোগান বলেন, ‘আমরা মাত্রই একটি খুবই ইতিবাচক ও ফলপ্রসূ বৈঠক শেষ করেছি। আমি সন্তুষ্ট আশাবাদী এই বৈঠকের ফল মঙ্গলজনক হোক।’ ট্রাম্পের সঙ্গে জাতিসংঘ সদর দফতরে ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে গাজা নিয়ে এ আঞ্চলিক বৈঠকে অংশ মুসলিম দেশগুলোর নেতারা। টিআই ওয়ার্ল্ড।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এরদোগান জানান, বৈঠকের যৌথ ঘোষণা শিগগিরই প্রকাশ করা হবে। তিনি বলেন, ‘চূড়ান্ত ঘোষণাটি খুব শিগগিরই প্রকাশিত হবে। ট্রাম্প এবং তামিমের (কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি) বিবৃতি থেকেই আজকের বৈঠকের ফলাফল স্পষ্ট হবে।’ অন্যদিকে ট্রাম্প সাংবাদিকদের বলেন, বৈঠকটি ‘খুবই সফল’ হয়েছে। তিনি অংশগ্রহণকারী মুসলিম প্রধান রাষ্ট্রগুলোর ভূমিকাকে বিশেষভাবে গুরুত্ব দেন। ট্রাম্প বলেন, ‘আমরা গাজা নিয়ে একটি খুবই ভালো বৈঠক করেছি। এটি ছিল অত্যন্ত সফল বৈঠক, যেখানে প্রায় সব বড় নেতারাই উপস্থিত ছিলেন, কেবল ইসরাইল বাদে। তবে সেটিও সামনে হবে বলে আমি মনে করি। গাজা নিয়ে আমরা কোনো সমাধানে পৌঁছতে পারব, তবে এ বৈঠকটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানিত নেতাদের নিয়ে অনুষ্ঠিত।’
বন্ধ দরজার এই বৈঠকের ফলাফল সম্পর্কে এর বেশি তথ্য কর্মকর্তারা প্রকাশ করেননি। তবে এরদোগান আশা প্রকাশ করেছেন, এ আলোচনার মাধ্যমে ফিলিস্তিনিদের জন্য তাৎপর্যপূর্ণ ফল বয়ে আনবে। ট্রাম্পও ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে ইসরাইলকেও আলোচনায় অন্তর্ভুক্ত করা হতে পারে।