মা’ আরিভ : গাজা উপত্যকায় ফিলিস্তিনী স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিরোধ টানেল মোকাবিলায় রীতিমত অসহায় হয়ে পড়েছে ইসরাইলী সেনাবাহিনী। সেখানে তাদের সামনে যে কঠিন চ্যালেঞ্জ রয়েছে, সেই দিকেই ইঙ্গিত করেছেন ইসরাইলী সামরিক বিশ্লেষক আভি আশকেনাজি।

ফিলিস্তিনী প্রতিরোধ টানেলের বিরুদ্ধে ইসরাইলী বাহিনীর তৎপরতাকে চামচ দিয়ে সমুদ্র সেঁচার মতো বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে তিনি গাজার যুদ্ধকে ইসরাইলী বাহিনীর জন্য একটি জটিল চ্যালেঞ্জ হিসেবেও উল্লেখ করেছেন। সম্প্রতি ইহুদিবাদী সংবাদমাধ্যম মা’আরিভ-কে দেওয়া এক সাক্ষাৎকারে আভি বলেছেন, গাজায় এখনো হাজার হাজার সুড়ঙ্গ চিহ্নিত করা যায় নি। আপনি যেখানেই পা রাখবেন, সেখানেই একটি সুড়ঙ্গ রয়েছে। প্রাথমিক অনুমানের বিপরীতে হামাস এখনো তাদের যুদ্ধ ক্ষমতা বজায় রেখেছে এবং তাদের বিশাল বাহিনী রয়েছে। রাফাহ এবং অন্যান্য এলাকায় হামাস শত শত কিংবা সম্ভবত আরও বেশি যোদ্ধাকে সুড়ঙ্গের মাধ্যমে আল-মাওয়াসি এলাকায় স্থানান্তরিত করেছে। ইসরাইলী এই বিশ্লেষক আরও বলেন, বাস্তবতা হলো- যুদ্ধটি বর্তমানে ইসরাইলী সেনাবাহিনীর জন্য খুবই জটিল। এই সেনাবাহিনী এমন একটি বাহিনীর মুখোমুখি হচ্ছে, যারা গেরিলা যুদ্ধে পারদর্শী।

আশকেনাজির মতে, হামাস যোদ্ধারা সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসে গুলী চালিয়ে আবার হারিয়ে যায় এবং এ ঘটনা একই দিনে বহুবার ঘটে। এর জন্য (ইসরাইলী) সামরিক বাহিনীর সতর্কতা প্রয়োজন। কিন্তু প্রশ্ন হলো- তাদের পক্ষে কী সব সময় সজাগ এবং সতর্ক থাকা সম্ভব? এর আগে, ইসরাইলী সেনাবাহিনীর রেডিও গাজা উপত্যকার যুদ্ধক্ষেত্রে ইসরাইলী সেনাবাহিনীর রিজার্ভ সেনাদের যোগ দিতে অনীহা এবং সেনা ঘাটতির কথা উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। ওই প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ এলাকায় বর্তমানে উপস্থিত একমাত্র রিজার্ভ ব্রিগেড হলো ব্রিগেড ২০৫। বিভিন্ন অসুবিধার কারণে এই ব্রিগেডের মাত্র ৬০ শতাংশ বাহিনী দায়িত্ব পালন করছে। গাজা উপত্যকায় বৃহৎ আকারের সামরিক অভিযানে বিলম্বের কারণ হলো অভিযান চালানোর জন্য পর্যাপ্ত রিজার্ভ বাহিনী না থাকা।

আশকেনাজি বলেন, ইসরাইলী বাহিনী সৈন্যসংখ্যার ঘাটতিসহ অসংখ্য সমস্যার মুখোমুখি। সেনাবাহিনীর কাঁধে তাই বোঝা অনেক ভারি। এমনকি যদি তারা অভিযানে বৃহৎ বাহিনী পাঠাতে চায়, তবুও এই বিকল্পটি বিপজ্জনক। কারণ এতে ফিলিস্তিনী যোদ্ধারা ইসরাইলী বাহিনীকে আরও তীব্রভাবে আক্রমণ করতে বাধ্য হবে। আর এ ঘটনা ইসরাইলী বন্দিদের জীবনকে বিপন্ন করে তুলবে। এদিকে ইসরাইলী টেলিভিশন চ্যানেল কেএএনও একই কথা বলেছে। সম্প্রতি এক ঘোষণায় চ্যানেলটি জানিয়েছে, ইসরাইলী বাহিনী বর্তমানে প্রবলভাবে সেনা ঘাটতির সম্মুখীন।