হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম আন্তর্জাতিক মহলের চাপ ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান নিরস্ত্রীকরণ প্রচেষ্টাকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন।
ইসরাইলি হামলায় শীর্ষ হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকরের মৃত্যুর এক বছর পূর্তিতে দেওয়া ভাষণে কাসেম বলেন, ‘যারা আমাদের অস্ত্র জমা দিতে বলে, তারা আসলে তা ইসরাইলের হাতে তুলে দিতে চায়। আমরা কখনোই ইসরাইলের কাছে আত্মসমর্পণ করব না।’
এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা থামাতে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা চলমান, এবং ওয়াশিংটন বৈরুতের উপর চাপ দিচ্ছে যেন মন্ত্রিসভার মাধ্যমে হিজবুল্লাহর সম্পূর্ণ নিষস্ত্রীকরণের সিদ্ধান্ত নেয়।
২০২৩ সালের নভেম্বরের একটি অস্ত্রবিরতি চুক্তি অনুসারে হিজবুল্লাহকে লিতানি নদীর উত্তরে সরে যাওয়ার কথা ছিল, যাতে দক্ষিণ লেবাননে লেবানিজ সেনা ও জাতিসংঘ শান্তিরক্ষীরা টহল দিতে পারে। তবে বাস্তবায়নে বাধা তৈরি হয়েছে ‘সার্বভৌমত্ব’ ও ‘অনুমতি’ নিয়ে মতানৈক্যের কারণে।
এ অবস্থায় হিজবুল্লাহ কিছতা অস্ত্র কমানোর চিন্তা করছে বলে গুঞ্জন থাকলেও কাসেম এসব জোরালোভাবে অস্বীকার করেন।