সৌদি আরবের পশ্চিমাঞ্চলের হরাত আল-শাকা এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এটির মাত্রা ছিল ৩.৪। একই সময়ে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরাক ও ইরানেও ৫.০৯ মাত্রার একটি শক্তিশালী কম্পন রেকর্ড করা হয়েছে।
সৌদি জিওলজিক্যাল সার্ভে (এসজিএস)–এর তথ্য উদ্ধৃত করে সৌদি গেজেট জানিয়েছে, শনিবার দেশটির জাতীয় সিসমিক মনিটরিং নেটওয়ার্ক সৌদির এই ভূমিকম্পটি রেকর্ড করে। ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল মদিনা অঞ্চলের আল-আইস ও তাবুক অঞ্চলের উমলুজ গভর্নরেটের মধ্যবর্তী হরাত আল-শাকা এলাকা থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
একই সময়ে ইরাকেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে এসজিএস, যা সৌদি গেজেট প্রকাশ করেছে।
উল্লেখযোগ্যভাবে, হরাত আল-শাকা সৌদি আরবের অন্যতম প্রধান আগ্নেয় লাভাক্ষেত্র। তবে এখনো কোনো জায়গা থেকে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।