এএফপি, জেরুসালেম পোস্টে: সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের শহর কারদাহার সমাধিস্থল ভেঙে দেশটির সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের লাশ চুরি হয়ে গেছে বলে দাবি করেছে সিরীয় মিডিয়া। কে বা কারা আসাদের লাশ চুরি করেছেন সে বিষয়ে কিছু জানা যায়নি। গত সোমবার সকালে সাবেক প্রেসিডেন্টের লাশ চুরির তথ্য নিশ্চিত করেছে সিরিয়ান মিডিয়া। হাফিজ আসাদ সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদের বাবা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, সমাধিস্থলটি ভয়াবহ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। একসময় সুসজ্জিত কবর এখন ধ্বংসস্তূপ, সেখানে এখন একটি বড় গর্ত দেখা যাচ্ছে। কিন্তু লাশ নাই কবের। হাফিজ আল-আসাদের লাশ বর্তমানে কোথায় আছে, সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এই ঘটনা এমন এক সময় ঘটল যখন সুন্নি-নেতৃত্বাধীন নতুন সরকারের সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর সহিংসতা বেড়ে চলেছে। গত ডিসেম্বরে বিদ্রোহী যোদ্ধারা হাফিজ আল-আসাদের কবরে আগুন ধরিয়ে দেয়। এ সময় বিদ্রোহীদের কয়েকজন সেখানে পতাকা হাতে দাঁড়িয়ে কবর পুড়ে যাওয়ার দৃশ্য দেখেন। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের আলাউইত সম্প্রদায় অধ্যুষিত লাতাকিয়া প্রদেশের কেন্দ্রস্থলে অবস্থিত হাফিজ আল-আসাদের কবরে আগুন দেন বিদ্রোহীরা। ভিডিওতে দেখা যায়, কারদাহায় হাফিজের কবরে আগুন ধরিয়ে পুড়িয়ে দিচ্ছেন ক্ষুব্ধ বিদ্রোহী যোদ্ধারা। এছাড়া তাদের ধরিয়ে দেওয়া আগুনে কবরস্থানের অন্যান্য স্থাপনাও পুড়ে যায় এবং ক্ষতিগ্রস্ত হয়। আসাদের বাবা ২০১২ সালে মারা যান।