এএফপি : বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে চলতি বছর প্রথম মৃত্যুর ঘটনা ঘটল। ফিলিপাইনের ৪৫ বছর বয়সি পর্বতারোহী ফিলিপ সান্তিয়াগো শৃঙ্গ জয় করতে গিয়ে মারা গেছেন বলে বৃহস্পতিবার নিশ্চিত করেছে নেপাল।

নেপালের পর্যটন বিভাগের কর্মকর্তা হিমাল গৌতম বার্তা সংস্থা এএফপিকে জানান, বুধবার রাতে ৮,৮৪৯ মিটার (২৯,০৩২ ফুট) উচ্চতার এভারেস্টের চূড়ার কাছাকাছি শেষ শিবির (ক্যাম্প-৪)-এ পৌঁছে তিনি চরমভাবে ক্লান্ত হয়ে পড়েন। সেখানেই বিশ্রাম নেওয়ার সময় তার মৃত্যু ঘটে। সান্তিয়াগোর অভিযানের আয়োজন করা ‘স্নোই হরাইজন ট্রেকস অ্যান্ড এক্সপিডিশন’ সংস্থার বোধা রাজ ভাণ্ডারী বলেন, তিনি যেখানে বিশ্রাম নিচ্ছিলেন, সেখানেই মারা গেছেন। আমরা এখন তার মরদেহ বেস ক্যাম্পে ফেরত আনার বিষয়টি নিয়ে আলোচনা করছি। পর্বতারোহণের জনপ্রিয়তা বাড়ায় এভারেস্টে অতিরিক্ত ভিড় এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ২০১৯ সালে অতিরিক্ত ভিড়ের কারণে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে গিয়ে অক্সিজেন স্বল্পতা ও ক্লান্তিতে ১১ জনের মৃত্যু হয়, যার মধ্যে অন্তত চারজনের মৃত্যুর পেছনে ভিড়ই প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছিল।

প্রতিবছর এপ্রিল থেকে জুনের শুরু পর্যন্ত নেপালের উষ্ণ আবহাওয়া ও তুলনামূলক শান্ত বাতাসের কারণে এটি পর্বতারোহণের প্রধান সময় হিসেবে বিবেচিত হয়। হিমালয়কেন্দ্রিক পর্যটন এখন নেপালের অন্যতম লাভজনক খাত হয়ে উঠেছে। গত বছর এভারেস্টের চূড়ায় পৌঁছান ৮০০-এর বেশি পর্বতারোহী। চলতি বছরের অভিযান মৌসুম শুরু হয় ৯ মে। নেপাল কর্তৃপক্ষ এ বছর ৪৫৮টি পর্বতারোহণ অনুমতিপত্র দিয়েছে। ১৯৫৩ সালে স্যার এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে শেরপার প্রথম এভারেস্ট জয় করার পর থেকে পর্বতারোহণ বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং বর্তমানে এটি একটি বিপুল অর্থনৈতিক কর্মকাণ্ডে রূপ নিয়েছে।