আল জাজিরা: যুক্তরাষ্ট্রে ডানপন্থি রাজনীতির পরিচিত মুখ ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার চার্লি কার্ককে গুলি করে হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ‘তিনি (কার্ক) সত্য বলার ও স্বাধীনতা রক্ষার কারণে খুন হয়েছেন’। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে নেতানিয়াহু লেখেন, কার্ক ইসরাইলের একজন সিংহ-হৃদয় (লায়ন-হার্টেড) বন্ধু, তিনি মিথ্যার বিরুদ্ধে লড়েছেন এবং জুডিও-খ্রিস্টান সভ্যতার পক্ষে অবিচল ছিলেন।’ তিনি লেখেন, ‘মাত্র দুই সপ্তাহ আগে আমি তাঁর সঙ্গে কথা বলেছি এবং তাকে ইসরাইল সফরের আমন্ত্রণ জানিয়েছি। দুর্ভাগ্যবশত, সেই সফর আর হবে না।’

তিনি আরও লেখেন, ‘আমেরিকার প্রতি তার সীমাহীন গর্ব এবং মত প্রকাশের স্বাধীনতার প্রতি তার সাহসী বিশ্বাস দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে।’ এর আগে স্থানীয় সময় গত বুধবার আমেরিকার উটা ভ্যালি ইউনিভার্সিটি চত্বরে ভাষণ দেওয়ার সময় গুলিতে নিহত হন চার্লি কার্ক। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বিশ্ববিদ্যালয় চত্বরে একটি ছোট তাঁবুর নীচে বসে আছেন চার্লি।