গালফ নিউজ : দুবাই মেট্রোর ব্লু লাইন প্রকল্পের অংশ হিসেবে নির্মিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু মেট্রো স্টেশন। স্টেশনটির উচ্চতা হবে ৭৪ মিটার এবং এটি ‘এমার প্রপার্টিজ স্টেশন’ নামে পরিচিত হবে, যার নামকরণের স্বত্ব ১০ বছরের জন্য পেয়েছে এমার। সম্প্রতি প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। যুক্তরাষ্ট্রভিত্তিক বিখ্যাত স্থাপত্য প্রতিষ্ঠান স্টেশনটির ডিজাইন করেছে। প্রতিষ্ঠানটি আগেও বুর্জ খলিফা ও শিকাগোর সিয়ার্স টাওয়ারের মতো আইকনিক স্থাপনা নির্মাণ করেছে। প্রায় ১১,০০০ বর্গমিটার আয়তনের এই স্টেশনটি দৈনিক ১.৬ লাখ যাত্রী ধারণে সক্ষম হবে। ধারণা করা হচ্ছে, ২০৪০ সালের মধ্যে দৈনিক যাত্রীসংখ্যা ৭০,০০০ ছাড়িয়ে যাবে। ব্লু লাইন চালু হলে দুবাই মেট্রোর মোট দৈর্ঘ্য হবে ১৩১ কিলোমিটার, স্টেশনের সংখ্যা হবে ৭৮ এবং ট্রেন সংখ্যা দাঁড়াবে ১৬৮টি। শনটির নকশায় আধুনিকতা ও ঐতিহ্যের সমন্বয় রাখা হয়েছে। ব্যবহার করা হচ্ছে প্রাকৃতিক পাথর, ব্রোঞ্জ, গ্লাস ও টেকসই উপকরণ, যা পরিবেশবান্ধব ও জলবায়ু-সহনশীল স্থাপনার প্রতীক।
এশিয়া
দুবাইয়ে নির্মিত হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু মেট্রো স্টেশন
দুবাই মেট্রোর ব্লু লাইন প্রকল্পের অংশ হিসেবে নির্মিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু মেট্রো স্টেশন। স্টেশনটির উচ্চতা হবে ৭৪ মিটার এবং এটি ‘এমার প্রপার্টিজ স্টেশন’ নামে পরিচিত হবে, যার নামকরণের স্বত্ব ১০ বছরের জন্য পেয়েছে এমার।