রয়টার্স
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে গত শনিবার ভয়াবহ ভূমিধসের ঘটনায় অন্তত সাতজন নিহত ও ৮২ জন নিখোঁজ রয়েছেন। টানা ভারী বৃষ্টিপাতের মধ্যেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা। ব্রিটিশ বার্তা সংস্থা এ খবর জানিয়েছে। স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছে, পশ্চিম বান্দুং অঞ্চলের একটি গ্রামে ভূমিধসটি আঘাত হানে। দুর্যোগ সংস্থার মুখপাত্র আবদুল মুহারি বলেছেন, নিখোঁজের সংখ্যা অনেক বেশি। আজ আমরা অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার চেষ্টা করছি। স্থানীয় সংবাদমাধ্যম কম্পাস ডটকম জানিয়েছে, বুরাংরাং পর্বতের ঢাল থেকে নেমে আসা জলপ্রবাহ ও আলগা মাটি প্রায় ৩০টি বাড়ির ওপর পড়ে। দুর্ঘটনার সময় বেশিরভাগ বাসিন্দা ঘুমিয়ে ছিলেন। নিহত ও আহতের সংখ্যা এখনও নির্ধারণ করা হয়নি। টানা ভারী বৃষ্টির কারণে পুরো এলাকা প্লাবিত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকায় থাকা মানুষদের নিরাপদ স্থানে সরানোর নির্দেশ দিয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা প্রায় ৩০ হেক্টর (৭৪ একর)।