DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

এশিয়া

নারীদের অধিকার হুমকির মুখে--জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, নারীদের অধিকার ক্রমশ হুমকির মুখে পড়ছে এবং আমাদের অবশ্যই এর বিরুদ্ধে লড়াই করতে হবে। গত শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে

Printed Edition
Default Image - DS

৮ মার্চ রয়টার্স: জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, নারীদের অধিকার ক্রমশ হুমকির মুখে পড়ছে এবং আমাদের অবশ্যই এর বিরুদ্ধে লড়াই করতে হবে। গত শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে জাতিসংঘের এক অনুষ্ঠানে গুতেরেস বলেন, নারীদের প্রতি শতাব্দীর পর শতাব্দী ধরে চলা বৈষম্য এখন নতুন নতুন হুমকির কারণে আরও প্রকট হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। গুতেরেস সতর্ক করে বলেছেন, বিশ্ব চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারে না, যেখানে নারীদের অধিকার অর্জনের অগ্রগতি উল্টে যাচ্ছে। তিনি বলেন, ‘ডিজিটাল উপকরণগুলো একদিকে যেমন সম্ভাবনাময়, অন্যদিকে এগুলো নারীদের কণ্ঠস্বর স্তব্ধ করে দিচ্ছে, পক্ষপাতদুষ্টতা আরও বাড়িয়ে তুলছে এবং হয়রানিকে উসকে দিচ্ছে।’