রয়টার্স

যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে আফিম চাষ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। বুধবার (৩ ডিসেম্বর) জাতিসংঘের মাদক এবং অপরাধ কার্যালয় (ইউএনওডিসি) থেকে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, আফিমের কাঁচামাল পপি চাষ দেশটিতে এক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। প্রতিবেদনে দেখা যায়, সংঘাত ও অর্থনৈতিক সংকটে কৃষকরা অবৈধ বাণিজ্যের দিকে এতোটাই ঝুঁকছেন, গত এক বছরে পপি চাষ বেড়েছে ১৭ শতাংশ। ২০২৪ সালের পপি চাষ হতো ৪৫ হাজার ২০০ হেক্টর জমিতে, যা এ বছর বেড়ে হয়েছে ৫৩ হাজার ১০০ হেক্টর। আফগানিস্তানে উৎপাদন কমে যাওয়ায় এটি আবারও নিশ্চিত করছে যে, মিয়ানমারই এখন বিশ্বের প্রধান অবৈধ আফিম উৎপাদনকারী দেশ। ইউএনওডিসির দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিনিধি ডেলফিন শান্টজ এক বিবৃতিতে বলেন, মিয়ানমার একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। পপি চাষের ব্যাপক বিস্তার দেখায় যে, সাম্প্রতিক বছরগুলোতে আফিম অর্থনীতি কতটা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং ভবিষ্যতে আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে।মিয়ানমার জান্তা সরকারের কোনও মুখপাত্র এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধে সাড়া দেননি।